
ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের শিকার বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এর মধ্যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন দল ও নতুন মুখের আবির্ভাব ঘটেছে। ফলে উৎসবের আমেজ ও নব উদ্দীপনায় এবার ঈদ উদযাপন করে এসব রাজনৈতিক পরিবার। ঈদ বরাবরই তৃণমূলের রাজনীতিতে গণসংযোগের বড় উপলক্ষ এনে দেয়। তাই অর্ন্তর্বতী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ভোটের প্রস্তুতি শুরু করেছেন ছোট-বড় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। রমজানের শুরু থেকে প্রতিটি সংসদীয় আসনে গণসংযোগ, ইফতার ও রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা প্রস্তাব তুলে ধরতে নানা কর্মসূচি করেছে বিএনপির সম্ভাব্য একাধিক প্রার্থী। একই সাথে ঈদুল ফিতরের পরবর্তী সময়ে বিএনপির নেতারা তাদের কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ভাগাভাগি করছেন ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের মাঝে। যাকে ঘিরে ঈদ উৎসবে রাজনীতি চাঙ্গা হয়ে উঠবে। ঈদ ঘিরে নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সংসদ সদস্য ও আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছেন। ঈদে গাড়িবহর নিয়ে বড় শোডাউন, রমজানে ইফতার মাহফিল এবং ঈদ উপহার দেওয়াসহ জনসম্পৃক্ত আরো নানা কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। ঈদে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপশি। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করছে বিএনপি নেতারা। ঈতিমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ জুড়ে একাধিক স্থানের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নেতাকর্মীদের সাথে ঈদ পূর্নমিলনী শুভেচ্ছা অবহৃত রেখেছেন একই সাথে জনসম্পৃক্ত বৃদ্ধি রেখে তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে ও কাজ করছেন এই নেতা। একই সাথে জেলা বিএনপির বর্তমান আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঈদের দিন নিজ বাসায় নেতাকর্মীদের সাথে বড় আকারে ঈদ পূর্নমিলনীসহ ঈদের পর বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যহৃত রেখে ঈদ উৎসবে বড় বড় আকারে জমায়েত হয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা ভাগাভাগি করছেন। একই সাথে জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব ঈদের শুভেচ্ছা ছড়িয়ে দিতে সোনারগাঁ, ফতুল্লা, আড়াইহাজার ঈদ পূর্নমিলনী উৎসবের মাধ্যমে নেতাকর্মীদের নানান দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বিগত দিনে আন্দোলন সংগ্রাম ও আওয়ামী পুলিশলীগের চাপে নিজ বাসভবনে ঈদ উৎসব পালন করতে না পারলে ও এবার উন্মুক্ত পরিবেশে নিজ পরিবারের সাথে ঈদ উৎসব ভাগাভাগির পাশাপাশি মহানগরের বন্দর, সদরের বিভিন্ন নেতার্মীদের সাথে সাথে ঈদ পূর্ণমিলনী উৎসব পালনের মধ্য দিয়ে রাজনীতি আবারো চাঙা করতে শুরু করেছেন। তা ছাড়া মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু একইভাবে ঈদ পূর্নমিলনীর মাধ্যমে নেতাকর্মীদের আবারো জাগ্রত করছেন। এছাড়া জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজ নিজ বলয়ের নেতাকর্মীদের সাথে ঈদ খুশি ভাগভাগি করতে ব্যস্ত। এদিকে বর্তমানে বিএনপির প্রবীন নেতাকর্মীদের থেকে শুরু করে বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় হচ্ছে যাকে ঘিরে তারেক রহমানের ৩১ দফাসহ দলীয় নানা দিক নিদের্শনা মূলক আলোচনায় ঈদ উৎসবে চাঙা হচ্ছে বিএনপি। সূত্র বলছে, গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার তোপের মুখে পরে পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত পরিবেশ পেয়ে বাড়ি বন্দি হয়ে পরে আবার অনেকে বিগত দিনে আওয়ামী সরকারের রষানলে হারানো ব্যবসা-বানিজ্যে ফিরে পেতে ব্যস্তসহ বিএনপির একদল আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্রাজ্যে দখলে মগ্ন ছিলেন। সব শেষে এবার পবিত্র রমজান মাস থেকেই শুরু করে উন্মুক্ত পরিবেশে বিভিন্ন স্থানে স্থানে বড় আকারে ইফতার মাহফিলসহ ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে জনসম্পৃক্ততা বজায় রেখেছেন নারায়ণগঞ্জ বিএনপি। তা ছাড়া ঈদুল ফিতরের পূর্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালনে একটু ও পিছপা ছিলেন না বিএনপি নেতাকর্মীরা। যে যার যার ওয়ার্ড, ইউনিয়ন, থানা পর্যায়ে নিজ নিজ সামর্থ অনুযায়ী অসহায় দুস্থদের মাঝে দাড়িয়েছেন। সর্বশেষ ঈদুল ফিতরের পরবর্তী সময়ে নেতাকর্মীদের সাথে ঈদ পূর্নমিলনীর পাশাপাশি সেই এলাকার সাধারণ জনগণের সাথে জনসম্পৃক্ততা করছেন নেতাকর্মীরা। এদিকে অর্ন্তর্বতী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ভোটের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। একই সাথে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাকর্মী যারা ঝিমিয়ে নিজ নিজ এলাকা ভিত্তিক রাজনীতিতে ব্যস্ত হয়ে পরেছেন এদের এবার পূনরায় রাজপথ মুখী করতে নানান কর্মসূচি নিয়ে মাঠ গরম রাখতে চাইছেন দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ইস্যুতে মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। তা ছাড়া নারায়ণগঞ্জে বিএনপির থানা পর্যায়ের নেতাকর্মীরা বর্তমানে জনসমাবেশ করার আলোচনা রাখছেন। একই সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মী সম্মেলনের মাধ্যমে মাঠ চাঙা রাখার প্রস্তুতি করছে। কৃষকদল কৃষক সমাবেশসহ ওয়ার্ড, ইউনিয়ন, থানা ভিত্তিক কমিটি গঠনে কাজ করা নিয়ে আলোচনা অন্যদিকে ছাত্রদলের কলেজ কমিটি গঠনে নেতাকর্মীদের নিয়ে নানান আলোচনা চলমান রেখেছেন তা ছাড়া শীগ্রই কমিটি আসার সম্ভবনা রয়েছে জেলা ও মহানগর ছাত্রদলের। এ ছাড়া ও ওয়ার্ড, ইউনিয়ন, থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও নিজ নিজ কমিটি গঠন আবার কেউ পাওয়া নিয়ে তদবির নানাভাবে রাজনীতি কেন্দ্রিক বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে ঈদ উৎসবে নেতাকর্মীদের সাথে সম্পৃক্তা ও ঈদ পূর্নমিলনীতে বিএনপির রাজনীতি মাঠ ফের চাঙা হতে শুরু করেছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯