
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলাপ আলোচনা চলমান ডিসেম্বরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনকে কেন্দ্র করেই তারা সরব ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রতিনিয়তই তারা কোনো না কোনো কর্মসূচি কিংবা সভা সমাবেশ করে যাচ্ছেন। বর্তমানে তারা ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা ঈদ পুনর্মিলনী কিংবা গণসংযোগ করে যাচ্ছেন। বিপরীতে এখনও যেন নির্বাচনী মাঠ গোছিয়ে উঠতে পারছেন না নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই প্রায় ৮ থেকে ১০ জন মনোনয়ন প্রত্যাশী আলোচনায় রয়েছেন। আর এসকল মনোনয়ন প্রত্যাশীদেরকে কেন্দ্র করে পাঁচটি আসনেই বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতকর্মীরা। সেই সাথে কেউ কাউকে সহজে ছাড় দিবেন না বলে জানানা দিয়ে আসছেন। মনোনয়নের প্রত্যাশায় সকলেই যার যার অবস্থানে অটল রয়েছেন। কেউ কেউ দলীয় মনোনয়ন না পাইলেও নির্বাচনের মাঠে থাকবেন বলে অনুসারীদেরকে সরব রাখছেন। এদিকে গত ফেব্রæয়ারি মাসের শুরুতেই সারাদেশের মতো নারায়ণগঞ্জেও পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। এই ৫টি আসনের মধ্যে রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। আড়াইহাজার আসন থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। সোনারগাঁ আসন থেকে থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার। সেই সাথে সদর-বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এই প্রার্থী ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনীত প্রার্থীদেরকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আসছে জামায়াতের নেতাকর্মীরা। বিশেষ করে গত রমজান মাসকে তারা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। ইফতার মাহফিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় তারা চষে বেড়িয়েছেন। তার আগে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের নিহত ও আহতদের বাসায় বাসায় গিয়ে হাজির হতে থাকেন নারায়গঞ্জ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তারা নিরবেই আর্থিক সহযোগিতা প্রদান করেন। কারও কারও বেলায় সকল দায়িত্ব নেন জামায়াত ইসলাম। বিভিন্ন মেডিকেল সেবা নিয়েও তারা জনগণের দৌড়গোড়ায় যান। প্রায় প্রতিদিনই নতুন নতুন সেবা নিয়ে জনগণের সামনে উপস্থিত হচ্ছেন। একই সাথে সাংগঠনিক সভা সমাবেশও করে যাচ্ছেন। সাংগঠনিক সভাগুলোতেও নেই কোনো বিশৃঙ্খলা নেই কোনো নিজেদের জাহির করার লড়াই। জনসম্পৃক্ততামূলক কাজে নিজেদেরকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন। এভাবে দিন যতই যাচ্ছে নারায়ণগঞ্জে জামায়াত ইসলামীর অবস্থান ততই যেন শক্ত হচ্ছে। তাদের বিপরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সরব থাকলেও তারা বিভিন্ন গ্রæপে বিভক্ত ছিলো। নেতাকর্মীদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা ছিলো না। যে যার মতো করে কর্মসূচি পালন করেছেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, সারাদেশের মতোই নারায়ণগঞ্জের ৫ টি আসনে প্রাথমিকভাবে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা কাজ করবেন। তারা যদি ময়দানে ভালো কাজ করতে পারে জনগণের প্রত্যাশা পূরণের মতো তাদের অবস্থান তৈরি করতে পারে তারা আগামী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। সেই লক্ষ্যে আমাদের প্রার্থীরা মাঠে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি বহুবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বহুবার নির্বাচিত হয়েছে। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন নিয়ে ভাবনার কিছু নেই। প্রতিটি আসনে আমাকের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি একটি বড় দল। সেই সাথে নারায়ণগঞ্জ একটি বড় জনপদ। এই জনপদে সবসময় বিএনপি বিজয় লাভ করেছে। এবারও আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে নির্বাচনের জন্য। নির্বাচনের ঘোষণা আসার সাথে সাথে আমাদের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯