আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৩২

রূপগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১৩ এপ্রিল, ২০২৫ | ৯:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
“মাদক ছাড়, কলম ধর, জুয়া ছাড়, নামাজ ধর” এই শ্লোগানকে সামনে রেখে মাদক ও জুয়া বিরোধী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি এলাকায় মাদক মুক্ত সমাজ গড়তে মাদক ও জুয়া বিরোধী কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম সমাজ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রায় ২’শতাধিক লোক অংশ নেন। মিছিলটি দড়িকান্দি ও গাবতলী এলাকা প্রদক্ষিন করে। মিছিল শেষে দড়িকান্দি সরকারী প্রাইমারী স্কুলে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাজী হাবিবুর রহমান, খোরশেদ আলম,মুফতি ফরহাদ মিয়া, আতাউর রহমান, আমিন মিয়া, শাহআলম মিয়া, হাজী দেলোয়ার,শাহীন ও আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের এলাকায় মাদক ও জুয়ার ছড়াছড়ি। মাদক সেবন করে এলাকার যুবকরা বিপথে চলে যাচ্ছে। যেখানে সেখানে বসে তারা জুয়া খেলছে, মাদক সেবন করছে। এগুলো এলাকায় হতে দেয়া যাবে না। বক্তারা আরও বলেন, আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানে মাদক ও জুয়ার কোন স্থান নেই। আমাদের গ্রামে যারা মাদক সেবন করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। প্রয়োজনে সম্মিলিত ভাবে তাদের প্রতিরোধ করা হবে। আজ থেকেই মাদক বিক্রি ও সেবন বন্ধ। জুয়া খেলায় হাতেনাতে ধরতে পারলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মাদক ও জুয়ার সাথে কোন আপোষ নাই। শীঘ্রই মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালিত হবে। মাদক বিক্রেতা যত শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, এটা একটি ভালো উদ্যেগ। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটি করে তাদের প্রতিহত করতে হবে। এ ব্যপারে রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বাত্বক সহযোগীতা করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা