আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৩০

বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে

ডান্ডিবার্তা | ১৩ এপ্রিল, ২০২৫ | ৯:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে চমক দেখিয়েছে ফতুল্লা থানা বিএনপি। সমাবেশটি বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে সমাবেশ আয়োজন করেছে বিএনপি। এর আগে ২০০৮ সালে সর্বশেষ এখানে খালেদা জিয়া সমাবেশ করেছিলেন। সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি সবসময় মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে।” তিনি আরও বলেন, “আজ যে উচ্ছ¡াস দেখেছি, সেটা একটা নির্বাচনী আমেজের মতো। আমরা জনগণের ভোটাধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি। তবে আমাদের দাবি পূর্ণ হয়নি। যতদিন দাবি পূর্ণ না হবে ততদিন আমরা ঘরে ফিরে যাবো না।” অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “এই সরকার যেদিন শপথ নিয়েছে, সেদিন বলেছিল, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সরে যাবে। তবে নির্বাচন নিয়ে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না।” নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সমাবেশে প্রধান বক্তা হিসেবে বলেন, “আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন। বিএনপি একমাত্র দল যারা জনগণের সাথে আছে।” তিনি আরও বলেন, “আজকের এই মাঠে যারা এসেছেন, তাঁদের জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যা সমাধান হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি প্রতিহত করবে। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারবে।” সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, “আজ অনেকে বলছে, সরকার ৫ বছর থাকতে হবে। কিন্তু ৫ নয়, ৫০ বছর থাকুন, তবে নির্বাচিত হয়ে আসুন। জনগণের মেন্ডেট নিয়ে থাকুন।” আজহারুল ইসলাম মান্নান বলেন, “শামীম ওসমান একবার বোরকা পরে পালিয়েছে, এবার খেলার কথা বলে আগেই পালিয়েছে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, যাতে গডফাদাররা নির্বাচিত না হয়।” শহিদুল ইসলাম টিটু বলেন, “আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন, তাদেরই এবার মূল্যায়ন করতে হবে। দলের কেউ যেন তৃণমূল নেতাদের অবমূল্যায়ন না করে।” রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “মামলা-হামলার মধ্যে যারা দলের পতাকা ধরে রেখেছে, তারা যেন নতুন মুখের ভিড়ে হারিয়ে না যায়।” বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা