
ডান্ডিবার্তা রিপোর্ট
হাজারো নেতাকর্মী ও শুভান্যুধায়ীদের ভালবাসায় দীর্ঘ ২২ বছর পর গতকাল রোববার মুক্ত বাতাসে বেরিয়ে আসলেন তারণ্যের অহঙ্কার জাকির খান। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে ২২ বছর পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় কখনো পলাতক আবার কখনো কারাবাস করতে হয়েছে ছাত্রদলের সাবেক এই জনপ্রিয় নেতাকে। গতকাল কারাগার থেকে মুক্ত হবেন এমন সংবাদে কাক ডাকা ভোর থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জাকির খানের অনুসারিরা ভিড় জমাতে শুরু করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে এই ভিড় জন¯্রােতে রূপ নেয়। এক সময় কারাগার থেকে জাকির খান বেরিয়ে আসলে অনুসারিদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। ফুলে ফুলে ভরে যায় জাকির খানের সারা শরীর। এক পর্যায়ে তার অনুসারিরা হুটখোলা গাড়িতে করে শত শত মোটরসাইকেল র্যালী করে হাজারো নারী পুরুষসহ জাকির খানকে নিয়ে শহর প্রদক্ষিন করে দেওভোগের বাসায় নিয়ে যায়। জাকির খান প্রথমেই তার দাদা সাকিম আলী ও বাবা দৌলত খানের কবর জেয়ারত করে মায়ের বুকে শান্তির আশ্রয় খোঁজে। মাতা-পুত্রের এ মিলন দেখে অনেকেই চোখের পানি মুছতে দেখা গেছে। এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত জাকির খান কারামুক্তি পেয়েছেন। গতকাল রোববার সকালে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শহরজুড়ে মহড়া দিয়ে আনন্দ উল্লাস করেছেন তার অনুসারীরা। কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ১০টায় জাকির খান কারাগার থেকে বের হয়েছেন। তিনি গত ১৯ মার্চ কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে অবস্থান করছিলেন। জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মÐল বলেন, দীর্ঘদিন পর মুক্ত বাতাসে ফিরেছেন জাকির খান। তাকে পেয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে পড়েছেন। তারা অনেক বেশি আনন্দিত। এদিকে জাকির খানের কারামুক্তি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভিড় করতে থাকেন। সকাল ১০টা নাগাদ বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। সাউন্ডবক্স, শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কারাগারের সামনে জড়ো হন তারা। কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে হৈ-হুল্লোড় পড়ে যায়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহড় জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাকির খানের অনুসারীরা শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শহরে উল্লাস করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনি গ্রেফতার হন। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি ও মামলার অন্য আসামিরা খালাস পান। মামলা চলাকালিন সময় আদালতপাড়ায় জাকির খান আসলে এক সময় গডফাদার খ্যাত নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানও ভয় পেতেন। প্রকাশ্যে সভা সমাবেশেই শামীম ওসমান বলতেন দেশের মধ্যে কাউকে ভয় পাই না। গালি দিয়ে বলতেন আমি একমাত্র জাকির খানকেই ভয় পাই। এদিকে জাকির খানের আইনজীবী মো. রবিউল হোসেন জানান, আলোচিত ব্যবসায়ি নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় সাবেক এমপি গিয়াস উদ্দিন ও তৈমূর আলম খন্দকার ষড়যন্ত্র করে জাকির খানকে মামলার আসামি করেছেন। ২০০৩ সালে অপারেশন ক্লিন হার্ট চলার সময় ১৮ ফেব্রæয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখানে সুকুমবিকে কয়েক কোটি টাকা দিয়ে ‘গ্রেস’ নামে আট তলাবিশিষ্ট একটি থ্রি-স্টার হোটেল কিনে ব্যবসা পরিচালনা করেন। তবে দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জের রাজনীতি থেকে দূরে থাকলেও তার অনুসারীরা জাকির খানের পক্ষে রাজনীতি মাঠ সরগম করে রেখেছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকির খানের অনুসারীর সংখ্যা বাড়তে শুরু করে। ২০২৩ সালের ১৬ ফেব্রæয়ারি সাব্বির আলম খন্দকার হত্যা মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি করেছেন বাদী বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এসময় আদালতে ডান্ডাবেড়ি পরা অবস্থায়ও হাসতে দেখা গেছে জাকির খানকে। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা-২ আদালতের বিচারক শাম্মী আক্তারের আদালতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়। হত্যা মামলা থেকে খালাস পাওয়া ও অনান্য মামলায় জামিন পাওয়ায় গতকাল শনিবার তিনি কারামুক্ত হন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯