
ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ ১৭ বছর পুরো নারায়ণগঞ্জ এককভাবে শাসন করে গেছেন ওসমান পরিবার। শামীম ওসমান নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি হলেও তার নিতন্ত্রণে ছিলো আরও অন্যান্য আসনও। দীর্ঘদিন এককভাবে শাসন করার ফলে নারায়ণগঞ্জ জুড়ে ছিলো ওসমানের এক বিশাল আতঙ্ক। তবে শামীম ওসমানকে প্রায় জনসভায় বলতে শোনা যেত নারায়ণগঞ্জের এক পিচ্চি ছেলে ছিলো জাকির খান তাকে ঘিরে যেন তার সকল আতঙ্ক। ১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে ফেলে প্রকাশ্যে হত্যা করে শহর জুড়ে পরিচিতি লাভ করেন জাকির খান। পরে ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় ৭ বছরের সশ্রম কারাদÐ পেয়ে কারাগারে যান জাকির, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় জাকিরের ৫ বছরের সশ্রম কারাদÐ হয়। আওয়ামী লীগের আমলে প্রায় ৪ বছর কারাগারে ছিলেন জাকির। এরপর ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে ২০০০ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী যৌনপলি উচ্ছেদ করলে জাকিরের পরিবারের আর্থিক মেরুদÐ ভেঙে যায়।২০০১ সালে সাবেক তত্ত¡াবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অস্ত্রের মহড়া করে আবার কারাবন্দি হন জাকির। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস তিনি কারাবন্দি ছিলেন।২০০৩ সালের ১৮ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিএকেএমইএর সহসভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন। ওই মামলার প্রধান আসামি ছিলেন জাকির খান। মামলার পর থেকে বিদেশে পলাতক ছিলেন তিনি।
এরপর দীর্ঘ ২০বছর পরে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত সাব্বির আলম হত্যা মামলার রায়ে খালাস পান তিনি। ৩২টি মামলায় খালাসের পাশাপাশি একটি মামলায় জামিন পেয়ে গতকাল ১৩ এপ্রিল কারা মুক্ত হন জাকির খান। জাকির খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, সকালে জাকির খানকে রিলিজ করা হয়। অনেক বছর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় তিনি পাঁচ বছর সাজা ভোগ করেন। সাজার মেয়াদ শেষ হলে আজ তাকে মুক্তি দেওয়া হয়।
গত দুইদিন আগে জাকির খান নামের একটি ফেইসবুক পেইজ থেকে ১৩ এপ্রিল জাকির খানের মুক্তির খবর জানিয়ে পোস্ট করা হয় লিডার আসছে এর পর থেকে শহর জুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠে জাকির অনুসারীরা। গত কাল সকালে কারা ফটকে গিয়ে দেখা যায়, জাকির খানের মুক্তির খবরে সকাল থেকে দলে দলে নেতাকর্মী ও তার স্বজনরা জেলা কারাগারের গেটের সামনে জড়ো হয়। এ সময় তারা ব্যান্ড বাজিয়ে ও ¯েøাগান দিয়ে উল্লাস করে। পরে সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তারা ফুল ও মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় জাকির খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করেন। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন করেন। দীর্ঘদিন কারাভোগের পরে মুক্তি পেয়ে নিজের ছেকে কারগিল খানকে সাথে নিয়ে নিজের ব্যাক্তিগত ছাদ খোলা গাড়ীতে চরে পুরো শহর ঘুরে বেড়ন। তার গাড়ির আগে-পিছে ছিল নেতাকর্মীদের ভিড়। শহর পুরো স্তব্ধ হয়ে যায়। রাস্তায় কোন গাড়ি চলতে পারেনি। তাকে এক নজর দেখার জন্য শহরের প্রতিটি বিপনিবিতানের ছাদ ও সামনে ছিল সাধারণ মানুষের ভিড়। অনেকে বাড়ির ছাদ থেকেও জাকির খানকে দেখতে ভিড় করেন। জাকির খানের মুক্তির পর শহর জুড়ে এমন বিশাল শো-ডাউনে বইছে নানা আলোচনা ও সমালোচনা। নগরীর অনেকেই বলছে নারায়ণগঞ্জের রাজনিতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিন ওসমানের রাজত্ব চলেছে এইবার কার রাজত্ব চলবে সেটাই এখন দেখার বিষয়। তবে, কারা মুক্ত হয়ে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে সাবেক ছত্রাদল এই নেতা বলেন, আমি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করবো। আর আমাদের মুসলিম উম্মার প্রথম কাজ ফিলিস্তিনে যা হচ্ছে তার প্রতিবাদ করা। বর্তমান প্রশাসনকে সহযোগিতা করে মানবিক নারায় গড়ে তুলবো। বিগত সময়ে ফ্যাসিবাদ হাসিনা সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার ছিলাম আমরা, আমাদের পরবর্তী জেনারেশন যেনো তেমন প্রতিহিংসার শিকার না হয় সেটাই চেষ্টা করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯