
ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের ৫ আগষ্টের আগে তারা সবাই ছিলেন আওয়ামীলীগের মেম্বার হিসেবে পরিচিত। এমনকি ইউপির অনেক মেম্বাররা আওয়ামীলীগের ব্যানার কিংবা তাদের দোসরদের যোগসুত্রে কেউবা বিনাভোটে আবার কেউবা মাত্রাতিরিক্ত জালভোটের মাধ্যমে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তারা হঠাৎ ভোলপাল্টে পুরো ইউপির সদস্যরা যেন বিএনপি বনে গেছেন এমনই চিত্র দেখা গিয়েছে শনিবার ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত সমাবেশে। যেখানে দেখা ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বেশীরভাগ ইউপি সদস্য বিএনপির সমাবেশের মাঠে। ফতুল্লা ইউপির চেয়ারম্যান ছিলেন থানা যুবলীগের সভাপতি ওসমান পরিবারের অন্যতম দোসর মো.ফাইজুল ইসলাম। তারই বড়ভাই নজরুল ইসলাম সেলিমকে মেম্বার নির্বাচিত করে ওসমানীয় ক্ষমতাবলে নজরুল ইসলাম সেলিমকে ১নং প্যানেল চেয়ারম্যান তৈরী করেন ফাইজুল ইসলাম। বর্তমানে এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম দীর্ঘদিন যাবত যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলেন জানান স্থানীয়রা। ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ নাকি জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং ৬নং ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান। ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির অন্যতম দোসর। সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা যিনি ওসমান পরিবারের অন্যতম ক্যাডার সাবেক ফুটবলার রেজাউল করিম লিটনের স্ত্রী। বিগত নির্বাচনে ওসমানীয় প্রভাবে স্বামীর বদৌলতে অজানা-অচেনা অনা হঠাৎ মেম্বার বনে যান। এদিকে বিএনপির ডাকা সমাবেশে আওয়ামী দোসরদের মাঠে উপস্থিত দেখে হতবাক অনেকে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক ইউপি মেম্বার বৈষম্যবিরোধী মামলার আসামী হয়ে পলাতক থাকলেও আতাতের মাধ্যমে নিজেদের ভোলপাল্টে হঠাৎ বিএনপি বনে যাওয়ার আশায় কি সমাবেশস্থলে এসেছেন নাকি কোন প্রকার চাপের মুখে এসেছেন এটাই ছিলো সবার মুখে মুখে। তবে মাঠে উপস্থিত অনেকেই বলেন, আওয়ামী দোসরদের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা দুরে থাকতে বললেও স্থানীয় বিএনপির নেতাবৃন্দরা যেন আওয়ামী দোসর ছাড়া অনেকটাই অচল। মিছিলে লোকজন বাড়াতে আবার নিজেদের আয়ের উৎস বাড়াতেই নাকি আওয়ামী দোসরদেরকে বিএনপির নেতৃবৃন্দরা অনেকটা বুকে আগলে রেখেছেন। এ বিষয়ে ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন,ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে তাই সেখানে গিয়েছি। তিনি বলেন,আমি ১৯৯১ সালে সিরাজ ভাইয়ের সাথে কিছুদিন রাজনীতি করেছিলাম আর রাজনীতি করিনি। ফতুল্লা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ২ এবং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল বলেন, আমি আওয়ামীলীগ নেতা ও ৬নং ওয়ার্ড মেম্বার। সমাবেশে যোগদান প্রসঙ্গে তিনি বলেন,আমাদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাঈনুদ্দিন মেম্বারের দাওয়াতের ফলে আমিসহ ৬ জন মেম্বার সেখানে যাই। ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ বলেন, ভাই আমরা দাওয়া পেয়েছি তাই সেখানে গিয়েছিলাম। তাছাড়া আমরা তো ষ্টেজে উঠিনি বা কোথাও বসিনি। মাঠে গিয়েছি এবং কিছুক্ষন পর সবাই চলে এসেছি। তবে যার দাওয়াতে তিনি এবং তারা উক্ত সমাবেশে গিয়েছেন সেই ভাসুরের নামটি তিনি বলেননি। সংরক্ষিত মহিলা মেম্বার ফরদৌস আরা অনা বলেন, মুলত আমাদেরকে দাওয়াত দেয়া হয়েছিলো তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম ভাইয়ের নেতৃত্বেই আমরা সবাই সমাবেশে গিয়েছি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯