আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৯

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি জামায়াত

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৫ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার আসন আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিল পন্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে গত ১৭ মার্চ। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোল্লাপাড়া জামে মসজিদের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইফতার মাহফিলে লোকজন আসা শুরু করলে ইফতারের ৪০ মিনিট আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর নির্দেশে উক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ১০/১৫ লোকজন নিয়ে এসে ইফতার মাহফিলে বাধাঁ দেয়। এবং লোকজন নিয়ে প্যান্ডেল খুলে নিয়ে যেতে বলে। এমন ঘটনায় পরদিন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দরা নিন্দা প্রকাশ করেছেন। এর মাধ্যমে আড়াইহাজারে জামায়াতে বিস্তারে বাধাঁর মাধ্যমে বিএনপি নির্বাচনে প্রস্তুতি নেমেছেন বলে আভাস উঠেছে। কেন্দ্রীয় বিএনপি সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ আসনে প্রার্থী হওয়ার জন্য তোড়তোড় রয়েছে। এর মধ্যে সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরও আলোচনা রয়েছেন। এদিকে পুলিশ বাহিনী সদস্যদেরকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত থাকার নিদের্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। তার এমন নিদের্শনা অনুষ্ঠানে চলতি বছরের ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে অন্তর্র্বতী সরকার। এতে করে আওয়ামী লীগ বিহীন নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত পুরোদমে নির্বাচনী মাঠে নেমেছেন। নারায়ণগঞ্জের পাচঁটি আসনে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে জনগণের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার পতনে জামায়াত-শিবির আন্দোলনে ব্যস্ত সময় কাটিয়েছে। এর ফলে জনগণের সাথে যোগাযোগ ছিলো না প্রার্থীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী মাঠ পর্যায়ে নেতৃত্বে গুছিয়ে ফেলেছেন। এরই মধ্যে জেলা মহানগর থানা উপজেলা ওয়ার্ড কমিটি করে জামায়াত শক্ত অবস্থানে রয়েছেন। নারায়ণগঞ্জ পাচঁটি আসনে যারা প্রার্থী হচ্ছেন, প্রকাশিত তালিকা অনুযায়ী রূপগঞ্জ আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। আড়াইহাজার আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক। সোনারগাঁ আসনে নির্বাচন করবেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সদর-বন্দর আসনে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। অন্যদিকে গত মাসে ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি পাচঁ সদস্য কমিটিতে নীরব দ্ব›দ্ব চলছে। এর আগে থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি মেয়াদ আড়াই বছরে পরেও এবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের আলোচনা শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার নিয়ে জেলা বিএনপি এক পলক দেখা গেলেও বাকি বিএনপি নেতাদের দেখা মিলে নাই। অন্যদিকে একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে মহানগর বিএনপি ইফতার মাহফিলে ঘরোয়া পরিবেশে করেছে। নারায়ণগঞ্জ বিএনপিতে একাধিক খন্ডে খন্ডিত হয়ে রয়েছে বহুদিন ধরে। ক্ষমতা বিহীন ১৯ বছরে বিএনপি একাধিক বার কমিটি অদল বদল হলেও নেতৃত্বে নিয়ে এখনো দ্বিধাদ্ব›দ্ব রয়েছে চরম রূপে। জেলা ও মহানগর বিএনপি কমিটিগুলোতে বার বার গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে নেতাদের মধ্যে বিরোধ রয়েছে এখনো। নারায়ণগঞ্জ জেলা বিএনপির মুহাম্মদ গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করায় নতুন নেতৃত্বে প্রতিযোগিতা শুরু হয়। এরপরও জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মামুন মাহমুদকে আহবায়ক করে ৫ সদস্য কমিটি ঘোষনা করায়। এতে সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিকে সদস্য হিসেবে রাখা হয়। অন্যদিকে মহানগর বিএনপি আহবায়ক ও সদস্য সচিবকে নিয়ে আপত্তি থাকলেও তাদের বহাল রেখে এবার পূর্ণাঙ্গ কমিটি সাজানো হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জ পাচঁটি আসনের দলীয় মনোয়ন দৌড়ে রয়েছেন, রূপগঞ্জ আসনে কাজী মনিরুজ্জামান মনির ও মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, আড়াইহাজার আসনে কেন্দ্রীয় বিএনপি সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদম, সোনারগাঁও আসনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ও আজহারুল ইসলাম মান্নান, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনে সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, অধ্যাপক মামুন মাহমুদ ও শাহআলম, সদর ও বন্দর আসনে সাবেক আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অন্যদিকে মানুষের পাশে দাড়াঁনোর জন্য জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে চাউল বিতরণ করা হয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে আপনাদের আর কষ্ট করে আসতে হবে না, আমরাই আপনাদের সবার বাড়িতে এই উপহার পৌঁছো দিবো এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হউক, সৎ লোকের শাসন আল্লাহর আইন বাস্তবায়ন হউক। এর আগে নারায়ণগঞ্জে জনসভা করে কেন্দ্রীয় আমিরকে এনে জামায়াতে ইসলামী শৃঙ্খলা দল হিসেবে পরিচিত লাভ করেছে। জামায়াতে সকল স্তরের নেতারা এক টেবিলে বসে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অটল রয়েছে। অপরদিকে বিএনপি জেলা ও মহানগরের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য এনেও বিএনপি দ্ব›দ্ব মিটাতে পারেনি হাই কমান্ড।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা