আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৩৬

কারামুক্ত হয়েই ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় জাকির খানের

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ ২৪ বছর পরে নারায়ণগঞ্জের মাটিতে মুক্ত অবস্থায় পা রেখেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন জাকির খান। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান জাকির খান। এসময় সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি আরও বলেন, আমি ওয়াদা করছি, তারেক রহমানের ৩১ দফা আমরা বাস্তবায়ন করবোই। আর ফিলিস্তিনে মুসলিম উম্মাহর ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ না করলে আমরা মুসলমানই না। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীকে আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও আমি ঋণ পরিশোধ করতে পারবো না। আমি এবং আমার পরিবার শেখ হাসিনার দ্বারা যে নির্যাতিত হয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন তার সম্মুখীন না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, এ প্রশাসন আগামী দিনেও থাকবে। আমরা নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা