আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৪০

নির্বাচনের দাবি আদায়ে মাঠে বিএনপি

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দ্রæত নির্বাচন দেয়ার দাবি জানিয়ে রাজপথে রয়েছে বিএনপি। নির্বাচনের দাবি আদায়ের পর তারা ঘরে ফেরার ঘোষনা দিয়েছে। নির্বাচন আদায়ের রাজনীতিতে সরব বিএনপি। এ ব্যপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৫ বছর দেশে আসতে পারেন নাই, আমাদের নেত্রী ৬ বছর জেল খেটেছেন। কিন্তু এখনো আমাদের দাবি পূর্ণ হয়নি। যতোদিন আমাদের দাবি পূর্ণ না হবে ততোদিন আমরা ঘরে ফিরে যাবো না। বর্তমান অন্তবর্তী সরকার যেদিন শপথ নিয়েছে সেদিন বলেছিল গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সরে যাবে। বিএনপিও তাদের যৌক্তিক একটি সময় পর্যন্ত অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা সহ সারা দেশের নেতাকর্মীরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বিএনপি প্রতারণা করে না, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কোন আপোষ করবে না বিএনপি। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন। আপনারা ভাবেন নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। কারণ বিএনপি একমাত্র দল যারা জনগণের সাথে আছে। আওয়ামীলীগ শুধু সন্ত্রাসী কার্যক্রম করতে ও লুটপাট করতে এসেছিল। আজকে এ মাঠে আমি আপনাদের কথা দিয়ে যাই, বিএনপি ক্ষমতায় আসলে আপনারা ঘরেই কোরবানি দিতে পারবেন, আর ছাদে উঠে কোরবানি করা লাগবে না। অন্তর্বতীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, আপনারা সংস্কারের কথা বলছেন, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিনই অর্ধেক সংস্কার হয়ে গিয়েছে। পাঁচ বছর নয়, ৫০ বছর ক্ষমতায় থাকুন কিন্তু জনগনের মেন্ডেট নিয়ে থাকুন। নির্বাচন দিন, দেখেন জনগনকে কে সংসদে পাঠায়। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, এখন নির্বাচনের সময় এসেছে আর নেতাকর্মীদের মিথ্যা প্রতিশ্রæতি দিচ্ছেন। বলছেন আমি নমিনেশন নিয়ে এসেছি। বিগত দিনে যেভাবে নমিনেশন দিয়েছিল সেভাবে এবার দিবে না। এবার আমাদের নেতা বলে দিয়েছেন যারা মাঠে ছিল যারা তৃণমুল থেকে উঠে এসেছে তাদের নমিনেশন দেবেন। আমাদের দল যাকে নমিনেশন দেবে আমরা তার সাথেই আছি। এ সময় তিনি আরও বলেন, আন্দোলন করেছি রাজপথে। তখন অনেককে খুঁজে পাইনি। এখন আমরা যখন হাটি তখন দেখি পেছনে হাজার কর্মী। আগে যারা ছিল তারা পেছনে পরে যাচ্ছে। তা হবে না যারা আগে ছিল তাদের সামনের কাতারে থাকবে। ফতুল্লায় বিএনপির সমাবেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহŸান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আজ অনেকে হাই তুলছে এ সরকারকে ৫ বছর থাকতে হবে। ৫ নয় ৫০ বছর থাকুন। আগে নির্বাচিত হয়ে আসুন। ফ্যাসিস্টদের সময় আমলারা এভাবেই বলত শেখ হাসিনার সরকার আরও বেশি দরকার। সেই প্রচার করে তারা দেশকে লুটেপুটে খেয়েছে। এ সময় রাজীব ইসরায়েলী হামলার তীব্র নিন্দা বলেন, দুসময়ে রাজপ্রাসাদে থাকা নেতার ভালো কথার চেয়ে দুসময়ে রাজপথে থেকে আন্দোলন করা কর্মীর অভিমান আমার কাছে বেশী দামি। আমার নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ ও দেশের মানুষ। বিএনপি সেই রাজনীতিই করে। আমাদের একমাত্র নেতা তারেক রহমান আর আমরা সবাই দায়িত্বশীল। আজকে প্রয়োজনে দায়িত্ব দিয়েছেন, আবার দায়িত্ব থেকে সরিয়েও দিতে পারেন। দায়িত্ব পেয়ে কেউ অহমিকা করবেন না। কোন নেতার কারনে দলের বিন্দু পরিমান ক্ষতি হলে তাকে ছাড় নয়। তিনি বলেন, আমাদের মতো নেতাদের ২/৩ মাসের বেশী জেল খাটতে হয়নি। কিন্তু আমাদের নেত্রী বছরের পর বছর জেল খেটেছেন। এমন নেত্রীর বদনাম কেউ করবেন সেটা মেনে নেবো না। সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিগত বছরে যারা মামলা হামলা করে দল করেছে, তাদেরকে নতুন বিএনপির ভিড়ে যেনো হারিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা