
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সদর-বন্দর আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, গত পাঁচ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে। আমরা ততদিন আন্দোলনে ছিলাম যতদিন না স্বৈরাচারের পতন ঘটেছে। পাঁচ আগষ্টের পর আট তারিখ অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এ দেশকে পুনরায় মেরামত করতে হবে। জনগণের দুঃখ দুর্দশা জানতে হবে। আমাদের তিনি নির্দেশ দিয়েছেন বেশি বেশি জনগণের কাছে যান। গত সোমবার ফতুল্লা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, গডফাদার শামীম ওসমান তোমাকে আজ মানুষ ঘৃণা করে। তুমি ২০০১ সালেও পালিয়েছো ২০২৪ সালেও পালিয়েছো। তুমি কাপুরুষ। আমরা জেলে গিয়েছি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাইনি। তোমার মত কাপুরুষ আমরা নই। পলাতক থেকেছি, স্ত্রীর জানাজায়ও অংশ নিতে পারিনি। ঈদ শুভেচ্ছা বিনিময়ে কীভাবে আসবো। ‘নারায়ণগঞ্জে প্রেসক্লাব একটা সম্মানিত জায়গা। তারা আমাদের ভুলক্রটি তুলে ধরে। তারা আমাদের পরম বন্ধু। অনেক ভালো সাংবাদিক আমাদের নারায়ণগঞ্জে আছে। ক্রীড়াঙ্গনে খেলোয়াড় তৈরি হবে। সেই ক্রীডাঙ্গনকেও তারা দখল করে নিয়েছিল। তারা তাদের পছন্দের লোকদের এসকল জায়গায় বসিয়ে রেখেছে। শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনেও লুটপাট করে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আমি যখন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাই আমি আমার বাবাকে বললাম আমি শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করবো আমার বাবা চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাকে ছেড়ে দিলাম। পরবর্তীতে আমি নেত্রীকে গিয়ে বললাম আমার বাবা মা আমাকে অনুমতি দিয়েছে। এখন আমি নির্বাচন করতে প্রস্তুুত। নেত্রী খুশি হয়ে বললেন আমি নারায়ণগঞ্জে অনেক খুঁজে দেখেছি। আপনি আমার দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করুন। গিয়াসউদ্দিন আরও বলেন, আমি যখন মনোনয়ন নিয়ে এলাকায় প্রচারে নামি। কেউ আমার সাথে তখন যেতে চাইত না। বলে আপনাকে ভোট দিবো কিন্তু প্রচারণায় যেতে পারবো না। আমি যখন ফতুল্লায় ঢুকতে চাইলাম কেউ আমার সাথে নেই। তখন এই ইসদাইরের মরহুম শাহীন আমার বাড়িতে গিয়ে বলল আপনাকে নিয়ে আমরা ক্যাম্পেইন করবো। আপনি গাড়িতে থাকবেন, আমরা গাড়ির দুই পাশে থাকবো। গুলি চললে আমরা আগে মরবো। সেদিন আমি গাড়ি নিয়ে ইসদাইর ঢুকছি। বাড়ির জানালা থেকে লোকজন হাত নাড়ছে কিন্তু কাছে আসতে সাহস পাচ্ছে না। সেদিন শাহীনের স্ত্রী লিপি আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো। আমি ইসদাইর ঘুরলাম। কোন মানুষ কাছে আসে না, দূর থেকে আমাকে শুভেচ্ছা জানায়। অনেক পুরনো স্মৃতি এগুলো। ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, এসএম আসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাডঃ খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও নাছির প্রধান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জল।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯