
ডান্ডিবার্তা রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষনার আগেই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে জনসভা মাধ্যমে আধিপত্য জাগরণ দেখিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও বর্তমান আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি আড়াইহাজার আসনের জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া ও সোনারগাঁ আসনের সোনারগাঁও থানা সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে মঞ্চে দেখা মিলেছে হাস্যজ্জল অবস্থায়। অন্যদিকে সুলতানুল আউলিয়া হযরত সৈয়দ হাফেজ মো. হানিফ চিস্তী পাঞ্জাবি শাহ্ (রহ:) এর পবিত্র মাজার শরীফের গোসল মোবারক ও গিলাফ পড়ানো দেখা গেছে দরবারের মোতাওয়াল্লী সদর-বন্দর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামকে। ওই সময় তার সাথে ছেলে নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা সমর্থকদের দেখা গেছে। গত রোববার ৯৫১ দিন কারাভোগের পর মুক্তি পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। তিনি ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার করে কারাগারে রয়েছেন। আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলা খালাস পেয়ে মুক্তি প্রহর গুনছিলেন চার মাস ধরে। তার সমর্থকরা ইতোমধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও সদর-বন্দর আসনের পদপ্রার্থী হওয়ার আভাস দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ভুঁইগড় জনসভায় তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে রেখেছেন। অনুষ্ঠানে যথাযথ নেতা-কর্মী উপস্থিত থাকলেও চমক দেখিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ব্যানারে ফতুল্লা ডিআইটি জনসভায়। ওই সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। অনুষ্ঠানে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে এসকল নেতাকর্মীরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বিএনপি প্রতারণা করে না, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন। আপনারা ভাবেন নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। কারণ বিএনপি একমাত্র দল যারা জনগণের সাথে আছে। আজকের এই মাঠে বিগত সতেরো বছর অনেক নেতা এসেছে অনেক এমপি এসেছে। কেউ কী আপনাদের জলাবদ্ধতার সমস্যার সমাধান করেছে? তারা শুধু সন্ত্রাসী কার্যক্রম করতে ও লুটপাট করতে এসেছিল। আজকে এ মাঠে আমি আপনাদের কথা দিয়ে যাই, বিএনপি ক্ষমতায় আসলে আপনারা ঘরেই কোরবানি দিতে পারবেন, আর ছাদে উঠে কোরবানি করা লাগবে না। অন্যদিকে ফতুল্লা থানা বিএনপি আরেক অংশের জনসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশকে পুনর্গঠন করতে ২০২৩ সালে তারেক রহমান রাষ্ট্র মেরামতে প্রথমে ২৩ দফা কর্মসূচি দেন। পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর একটা অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এসময় সকলে সংস্কারের দাবী তুলেছে। আপনারা দেখবেন এই ৩১ দফার মধ্যে রাষ্ট্র মেরামতের সমস্ত কর্মসূচি রয়েছে। তারেক রহমান যা আগে ভাবেন অন্যরা তা পরে দাবী করেন। বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে উপরে। বিএনপি দেশের মানুষের কল্যাণের কথা ভাবে। বিএনপি ভাবে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। খালেদা জিয়া ড. ইউনুসকে কত সম্মান দিয়েছে আপনারা জানেন। তার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ তিনি করেছেন। আপনাকে অনেকে অনেক লোভ দেখাতে পারে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস আপনি সে ফাঁদে পা দিবেন না। আপনি অনেক সম্মান পেয়েছেন, সারা বিশ্বে আপনি সমাদৃত। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আপনি কী করবেন সেটাই সবচেয়ে বড় বিষয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯