আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৩৮

নির্বাচন কালক্ষেপনে হতাশ বিএনপি

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন নিয়ে বিএনপির বৈঠক ফলপ্রসু না হওয়ায় হতাশায় ভোগছেন নারায়নগঞ্জ বিএনপির নেতারা। ইতিমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। দ্রæত নির্বাচন না হলে বিএনপির জন্য আশা পুরন হচ্ছে না। এমন আশংকা একাধিক নেতার। বিএনপির একাধিক নেতার মন্তব্য বর্তমানে দেশে নির্বাচনহীন একটি অন্তর্বতি সরকার দেশ চালাচ্ছে। তারা দেশের জনগণের আশা আকাঙ্খা পুরন করতে পারছেন না। কারণ তাদের মেয়াদের কোন নির্দিষ্ট কোন সময় নেই। তারা রাষ্ট্রিয় কাঠামো মেরামতে তেমন গুরুত্ব দিতে পারছেনা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১টি কাঠামো দিয়েছেন তা দেশের জনগণ নির্বাচন না হলে বঞ্চিত হচ্ছেন। একটি অনির্বাচিত সরকার কখনো দেশের জনগণের প্রত্যাশা পূরন করতে পারে না। এ জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন। আর এ জন্য নির্বাচন নিয়ে কালক্ষেপ করা সঠিক সমাধান নয়। সংস্কার করার কথা বলে অর্ন্তবর্তি সরকার যে কালক্ষেপন করছে তার কোন পজেঠিভ দিক চোখে পড়ছে না। সংস্কারের কথা বললেও এখন পর্যন্ত কোন সংস্কার হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ রাষ্ট্র সংস্কার করতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। জনগেণের ম্যান্ডেট প্রয়োজন। এ জন্য কাল ক্ষেপন না দ্রæত নির্বাচন দেয়াটাই এখন সময়ের দাবি। বর্তমানে নির্বাচন নিয়ে তালবাহানা করায় দিন দিন বিভিন্ন রাজনৈদিক দলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সুষ্টি হচ্ছে। পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে তার ঠিক করতে সময় লাগবে। এ জন্য নির্বাচিত সরকার ছাড়া এ সময় কাটিয়ে উঠা সম্ভব নয়। আর এখনো স্বৈরাচারের দোসররা ওৎ পেতে আছে দেশে অস্থিতিল পরিস্থিত সৃষ্টি করার সুযোগ নেয়ার জন্য। নির্বাচন দীর্ঘায়িত হলে তারা যে কোন সময় সুযোগ নিতে পারে। আর এতে করে ছাত্র-জনতার আন্দোলনের যে ফসল আমরা ঘরে তুলেছি তা ছিনতাই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭টি বছর ভোট দিতে পারেনি। জনগণের পছন্দের সরকার গঠন করতে পারেনি। মানুষ তার সরকারের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করতে পারেনি। এই বঞ্চিত মানুষগুলিকে আর বঞ্চিত রাখা যাবে না। এ জন্য জনগণের পছন্দের সরকার গঠনের জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। এ জন্য অন্তর্বতি সরকারের প্রতি জোর দাবি তারা কালক্ষেপন না করে দ্রæত নির্বাচন দিন। নারায়ণগঞ্জে এক যুবদল নেতা বলেন, আর কতকাল আমরা নির্বাচন বঞ্চিত থাকব। আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বতি সরকার দ্রæত নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্তর্বতি সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। আর এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এথন নির্বাচনের পরিবেশ তৈরী হয়েছে আর এখনই নির্বাচন হওয়াটা জরুরী। নির্বাচন যত ফিছাবে ততই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকবে। তখন আবার দেশে অরাজতা সৃষ্টি হতে পারে। আর ঐ সুযোগের অপেক্ষায় রয়েছে পতিত স্বৈরাচারী সরকারের দোসররা। আর এর খেসারত দিতে হবে জনগণকে। তাই জনগণের প্রত্যাশা এখনই নির্বাচন। কিন্তু অন্তর্বতি সরকার নির্বাচন নিয়ে কালক্ষেপন করায় ¥রা হতাশ হচ্ছি। তারা কি চান? নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয় তবে জনগণ মাঠে নেমে আসলে দেশের পরিস্থিতি আবার ভয়াবহ খারাপের দিকে যাবে। তাই জনগণের ভাষা অন্তর্বতি সরকারকে বুঝতে হবে। তা না হলে তাদের জনগণের কাছে এর জবাব দিতে হবে। তাই আমাদের দাবি দ্রæত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরন করা হউক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা