আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৫

সাইনবোর্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা পরিষদ থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কের উভয় পাশে থাকা ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। একইসঙ্গে সাইনবোর্ড এলাকার ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। রাস্তায় বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যেগুলো পার্কিং করে যানজট সৃষ্টি করছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয় এবং চালকদের সতর্ক করা হয়। অভিযান শেষে সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, জনদুর্ভোগ কমাতে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা