আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৫

আড়াইহাজার থানার ওসি’র বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের নানা বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভপতি সালাউদ্দিন মোল্লা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত মঙ্গলবার তিনি দুইপৃষ্ঠার একটি অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেন। সালাউদ্দিন মোল্লা বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের ব্যক্তিগত সহকারি (পিএস)। অভিযোগে তিনি উল্লেখ্য করেন, ৫ আগস্টের পর আড়াইহাজার থানায় এনায়েত হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। সারাদেশে যখন ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারাদেশে যে সময় এসএসসি পরীক্ষা চলমান। আড়াইহাজার থানার ওসি গত শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে অনুমোদন বিহীন একটি বাউল গানের আসর বসান। সেখানে তিনি গলায় লাল গামছা পেঁচিয়ে নাচে-গানে আনন্দ উল্লাসে মত্ত থাকেন। যেখানে তিনি এমন ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার কথা ছিল। সেখানে তিনি নিজেই অংশ নিয়ে আনন্দ ফূর্তি করেছেন। এ ঘটনায় পুরো এলাকাবাসী, ছাত্র সমাজ ক্ষুদ্ধ হয়েছেন। তাদের তোপের মুখে সেখান থেকে সটকে পড়েন তিনি। ঐ সময়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগে তিনি আরো উল্লেখ্য করেন, বিতর্কিত ওসি এনায়েত হোসেন গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজি করেন। তিনি প্রতিদিন থানায় গভীর রাতে সাধারণ মানুষকে ধরে এনে লেনদেনের হাট বসান। তাকে মোটা অংকের টাকা দিলে ছেড়ে দেন। তা না দিলে মিথ্যা মামলায় তিনি নিহীর মানুষকে আদালতে প্রেরণ করেন। তার কাছে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সালাউদ্দিন মোল্লা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত ঘটনা ঘটনা ঘটছে। ওসি আড়াইহাজারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। ৫ আগস্টের পর তিনি থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত সাধারণ মানুষকে হয়রানি করাসহ ঘুষবাণিজ্য যেন তার কাছে ওপেন সিক্রেট। আমি সহ ভুক্তভোগীদের দাবী আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে এনায়েত হোসেনকে দ্রæত অপসারণ করা হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা