আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৩২

এবার সোনারগাঁয়ে কোটিপতি পিয়ন

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁও উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারণার মাধ্যমে কোটিপতি বনে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রতিকার চেয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে যথোপযুক্ত শাস্তির দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। জানা গেছে, মৎস্য কর্মকর্তার চেয়ারে বসে তিনি নিজেকে কর্মকর্তা পরিচয় দিয়ে অভিনব প্রতারণা করে যাচ্ছেন পিয়ন মাহবুব আলম সুমন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রত্যেক দরিদ্র ও অসহায়দের নগদ দুই লাখ টাকা করে দারিদ্রবিমোচনের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। এ জন্য ফরম জমা দেওয়ার জন্য তাকে দিতে হবে ছয় হাজার টাকা করে। শতাধিক ব্যাক্তির কাছ থেকে জনপ্রতি ছয় হাজার টাকা করে এরই মধ্যে হাতিয়ে নিয়ে পাঠিয়েছেন একটি করে এসএমস। সেখানে লেখা- আপনার একাউন্টে টাকা জমা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল ওই ব্যাংকে কারো নামে কোন একাউন্টই নেই। যে মোবাইল নম্বর দিয়ে মেসেজ দেওয়া হয়েছে সেটাও তাদের ব্যাংকের কোন ব্যক্তির নয়। এভাবে পিয়ন মাহবুব আলম সুমন একটি ইউনিয়ন থেকেই হাতিয়ে নিয়েছে প্রায় দশ লাখ টাকা। এতো গেল নগদ অনুদানের বিষয়। সব দপ্তরই তার হাতের মুঠোয় দাবী করে পাঁচ লাখ টাকার সরকারি ঘর পাইয়ে দিবে বলে জনপ্রতি নিয়েছেন আরও দেড় লাখ টাকা করে। দুধ দেওয়া গাভী দেওয়ার কথা বলে নিয়েছেন জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা, বাদ যায়নি মাতৃকালিন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য ভাতার। নানাবিধ ভাতার পশরা সাজিয়ে হাতিয়ে নিয়েছেন জনপ্রতি পচিশ থেকে ত্রিশ হাজার টাকা। কয়েকজনকে অবশ্য নিজের পকেট থেকেই দিয়েছেন কিছু নগদ অনুদান। আর এতেই তার প্রতারণার ফাঁদে পড়েন ভুক্তভোগীরা, খুইয়েছেন লাখ লাখ টাকা। পিয়ন মাহবুব আলম সুমন কোটি টাকা হাতিয়ে নিয়েও দিব্যি অফিস করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বিভিন্ন লোকের কাছ থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যত কিছু হচ্ছে না। তিনি জানান, ওই পিয়ন বদলী হওয়ার জন্য জোর তদবীর চালাচ্ছে। সে আসলে একটা প্রতারক। প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগীরা। এ ব্যপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি- সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা