আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ৪:৩৮
শিরোনাম:
না’গঞ্জ আ’লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চক্রান্তের অভিযোগ    ♦     না’গঞ্জে কৃষকদলে বিরোধ চরমে    ♦     তারেক রহমানকে নিয়ে ‘দ্য উইক’ “নিয়তির সন্তান”    ♦     জাতীয় পর্যায়ে মেয়েদের ভলিবলে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন    ♦     সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ছত্রছায়ায় খাস জমির মাটি কেটে বিক্রি    ♦     না’গঞ্জে আলোচিত ৭ খুনের ফাঁসির রায় দ্রæত কার্যকরের দাবিতে মানববন্ধন    ♦     অটোচালক মাসুদ হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি    ♦     বিচ্ছেদের কারণ গোপন রাখলেন এ আর রহমান    ♦     সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ    ♦     বন্দরে ইমামকে হত্যা চেষ্টা যুবককে ধরে পুলিশে সোপর্দ    ♦    

বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তনের দাবি

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ‘নারায়ণগঞ্জের বেশ কিছু স্থাপনা আছে যেগুলোকে শহীদের নামে নামকরণ করা যেতে পারে। আমাদের কয়লাঘাটের পরে যে ব্রিজটি হয়েছে, সেখানে যে নামকরণ করা হয়েছে ওই ব্যক্তি ওই ব্রিজ তৈরিতে কোন অবদান রাখেনি। জনতা সে নামটি মুছে ফেলেছে, সেই ব্রিজটি একজন শহীদের নামে নামকরণ করা যেতে পারে। নারায়ণগঞ্জের এই যে বঙ্গবন্ধু রোড, এই সড়কের নাম আর বঙ্গবন্ধু সড়ক রাখার কোন প্রয়োজন নেই। বঙ্গবন্ধু সড়ক কোন শহীদের নামে নামকরণ করা যেতে পারে। গতকাল বুধবার বিকালে গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২২ শহীদ পরিবারকে ২লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এক বক্তব্যে এ কথা বলেন সাখঅওয়াত। তিনি আরও বলেন, ‘শহীদদের হত্যার জন্য এখন পর্যন্ত যে মামলা গুলো হয়েছে, সে মামলা গুলোর জন্য দ্রæত অভিযোগপত্র দাখিল হয়। আমাদের প্রত্যাশা থাকবে যেন দ্রæত মামলাগুলোর বিচার কার্য শুরু হয়।’ এসময় জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‎অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহŸায়ক নিরব রয়হান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা