
ডান্ডিবার্তা রিপোর্ট
নানা হিসেব নিকেশ জটিলতার কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্ন্তগত বিভিন্ন উপজেলা থানার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনে কোন প্রকার ব্যবস্থা করেননি তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি। তাছাড়া বিএনপির দলীয় হাইকমান্ডের নির্দেশনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিগত জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে কোন সিদ্ধান্তে না যেতে পারায়। নারায়ণগঞ্জ জেলার নবগঠিত বিএনপির কমিটির ৩৩সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন থানা উপজেলার নেতারা মেয়াদোত্তীর্ণ কমিটি পূর্ণগঠন বা বিলুপ্তির বিষয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের তাগিদ দিচ্ছে। যেটা নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভায় প্রশ্ন রাখেন এবং তাগিদ দেন বিশেষ করে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতারা। সূত্র বলছে, ২০২৩ সালের ১৬জুন শহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও এড. আব্দুল বারী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। এর আগে তারা আহŸায়ক কমিটির নেতৃত্বেও ছিলেন। কমিটি গঠনের পর মুষ্টিময় কয়েকটি কর্মসূচিকে ঘিরে শহিদুল ইসলাম টিটু ও এড. আব্দুল বারী ভূঁইয়া ঐক্যবদ্ধ ভাবে কর্মসূচি পালন করলেও নেতৃত্বে আসার গুটি কয়েক দিনের মধ্যে ফতুল্লার এই শীর্ষ দুই নেতার মধ্যে বিরোধ দেখা দায়। এছাড়া বিভিন্ন সভা সমাবেশে একে অপরকে টার্গেট করে তীর্যক মন্তব্য করতেও ছাড় দেন না। তবে টিটু-বারী বিভেদে জড়ালেও তারা থানা বিএনপির অন্যান্য দুই নেতাকে নিয়ে ফতুল্লা থানা বিএনপিকে দুভাগে পরিচালিত করছেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীকে সঙ্গে নিয়ে ফতুল্লা থানা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন মোল্লাকে সাথে নিয়ে ফতুল্লা থানা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তবে সুলতান সালাউদ্দিন মোল্লাকে বিভিন্ন ভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও অধিষ্ঠিত করতে চেয়েছিলেন ফতুল্লা থানা বিএনপির একাংশের নেতারা। এভাবেই পরিচালিত হচ্ছিল ফতুল্লা থানা বিএনপির বর্তমান কমিটি তবে গত ২ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটি হলে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহŸায়ক জাহিদ হাসান রোজেল এবং সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা তাদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির আরোও একটি কোরাম তৈরী হয়। বর্তমানে এই তিনটি কোরামই কমিটি পুনর্গঠনের মাধ্যমে নেতৃত্বে ফিরতে চাচ্ছে। যার কারণে জেলা বিএনপির নবগঠিত কমিটির নিকট বিভিন্ন লবিং তদবিরের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি রাখছেন। অপরদিকে ২০২৩ সালের ৫ মে মাজেদুল ইসলামকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠিত হয়। এর আগে তারা থানা বিএনপির আহŸায়ক কমিটির নেতৃত্বে ছিলেন। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সাংগঠনিক গ্রহণযোগ্যতা না থাকলেও তৎকালীন সাধারণ সম্পাদক ইকবালের সাংগঠনিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে থানা বিএনপির নেতৃত্ব পরিচালিত হত কিন্তু গত ১৩ ডিসেম্বর আন্তজার্তিক মিডিয়ার সাংবাদিককে লাঞ্ছিত করার দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হন ইকবাল হোসেন। এরপর থেকেই ধীরে ধীরে ভঙ্গুর দশায় পরিণত হয় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃত্ব। কেননা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম থানা বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন কেননা নিজস্ব কর্মী থেকে শুরু করে থানা বিএনপিতেও তার সমর্থক নেই বললেই চলে। তবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আরও একটি অংশের নেতা অখিল উদ্দিন ভূইয়াসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহŸায়ক আব্দুল হাই রাজু বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভঙ্গুর দশা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন ভাবে লবিং তদবির করে যাচ্ছেন বর্তমান থানা কমিটিকে পুনর্গঠনের জন্য। এরমধ্যে অখিল উদ্দিন ভূইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা কমিটিকে পুনর্গঠনের দাবি রাখেন। এভাবেই ধীরে ধীরে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠনের জন্য এসকল থানা নেতারা তাগিদ দিচ্ছেন। এছাড়া সংসদ নির্বাচন অপেক্ষমান থাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম দুই শাখা ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নানা হিসেব নিকেশ জটিলতা থাকায় কমিটি পুনর্গঠনের তাগিদ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯