
ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতা হারানোর মাত্র ৬ মাসের মধ্যে আওয়ামী স্বৈরাচারের দোসররা তাদের শক্তির জানান দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশের নিষ্ক্রিয়তার ফলে জটিকা মিছিল করে তারা শক্তির জানান দিচ্ছে। যা নিয়ে রাজনীতিতে চলছে ব্যাপক তোলপাড়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, যারা প্রকাশ্যে গণহত্যা চালালো তারা আবার কিভাবে মাথাচারা দেয় তা বোধগম্য নয়। এখানে পুলিশ কি করছে। পুলিশের গোয়েন্দা বিভাগ কি করছে? আওয়ামীলীগের দোসররা জটিকা মিছিল করে নিজেদের শক্তির জানান দিয়ে চলেছে। মনে করা হচ্ছে কিছু পুলিশের ভিতর থেকে এখনো আওয়ামী ভ’ত দুর হয়নি। যার কারণে স্বৈাচারের দোসররা রাস্তায় নামতে পারে। দেশের মানুষ এই গণহত্যাকারীদের দেখতে চায়না। তাদের জটিকা মিছিল নিয়ে জনমনে অস্বস্তি দেখা দিয়েছে। কারণ আবার কখন তারা দেশে অস্থিরতা সৃষ্টি করে। তাদের এখনই প্রতিহত না করলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গণে সংঘাতের মতো ঘটনার জন্ম দিবে। এ জন্য পুলিশ প্রশাসনকে সর্তক অবস্থায় এদের চিহিৃত করে দ্রæত আইনের আওতায় এনে মেধের মানুষকে স্বস্তিতে রাখতে হবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল করে। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের এই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার আড়াইহাজারের খাককান্দা ইউনিয়নে এ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে ¯েøাগান দিচ্ছিলেন নেতাকর্মীদের। এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন গণমাধ্যমে বলেন, গত শনিবার বিকেলে কৃষকলীগের কিছু সমর্থক মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। রাজধানীতে ফের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ‘মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ওই মিছিল করা হয়। গতকাল রবিবার সকালে ডেমরায় ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত। অন্যদিকে সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিলটি বের করা হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগে নেতারা অংশ নেন। মিছিলে তারা শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে; শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি ¯েøাগান দেন। এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও খুলনার জিরো পয়েন্টে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনও কর্মসূচি। ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ প্রভৃতি ¯েøাগান দেওয়া হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হননি। ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘ওপর থেকে নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনও মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’ এদিকে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ‘ঝটিকা’ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নাম্বার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০)। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা, যায়, আজ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ জন সদস্য একটি ‘ঝটিকা’ মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে হারুনুর রশিদ ও জাহিদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রæত দৌড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়। অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায় গতকাল ভোর ৬টার দিকে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ‘ঝটিকা’ মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনি, বিল্লাল ও করিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ঝটিকা’ মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯