
ডান্ডিবার্তা রিপোর্ট
নিট পোশাকশিল্পের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১০ মে। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩৮ জন। সংগঠনটির পরিচালক পদের ৩৫টির বিপরীতে লড়বেন তারা। প্রার্থী তালিকাও ইতোমধ্যে প্রকাশ করেছে সংগঠনটির নির্বাচন পরিচালনা বোর্ড। তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে ৩৫ জনের যে প্যানেল ঘোষণা করা হয়েছে। বিকেএমইএ সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রথম সভাপতি হন একেএম সেলিম ওসমান। পরের নির্বাচনেও তিনি সভাপতি হন। এরপর ২০১৪ সালে বড়ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর সদর-বন্দর আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১২ সালের পর আর কোনো ভোটগ্রহণ হয়নি। প্রতিবারই একক প্যানেল ঘোষণা করে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি হয়েছেন তিনি। পাঁচ মেয়াদে বিকেএমইএ’র পরিচালনা পর্ষদে সহসভাপতি ও নির্বাহী সভাপতির দায়িত্বে ছিলেন হাতেম। প্রায় এক যুগেরও বেশি সময় পর বিকেএমইএ’র নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। যদিও একক প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী আছেন মাত্র তিনজন। ৩৫ জনের প্যানেলটির আবার নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হাতেম। হাতেম প্যানেলের প্রার্থীরা হলেন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আহমেদ এবং সহসভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল ও মোহাম্মদ রাশেদ, পরিচালক মো. শামসুজ্জামান, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মে মিনহাজুল হক, ফওজুল ইমরান খান। এ প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক, মো. ইয়াসিন, জামাল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম। এদের মধ্যে শেষ চারজন সরকার পরিবর্তনের পর বিকেএমইএ’র পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছিলেন। তারাও এ নির্বাচনে হাতেম প্যানেলের সদস্য।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯