
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং নির্মূলে উঠান বৈঠক, আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে “যুবশক্তি বøাড ফাউন্ডেশন”, “মাহনা পূর্বপাড়া সমাজবাসী”, “বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্থানীয় প্রতিনিধি” ও “মাহনা আদর্শ সেবা সংগঠন”সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় মাহনা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুস্তম আলী ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবশক্তি বøাড ফাউন্ডেশনের সভাপতি জাকির মোল্লা, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া নয়ন, প্রতিষ্ঠাতা মোহসীন মোল্লা, উপদেষ্টা আওলাদ হোসেন, মাহনা আদর্শ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, প্রচার সম্পাদক ইফাজ আহাম্মেদ, সহ-কোষাধক্ষ রুহুল আমীন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্থানীয় প্রতিনিধি জুনায়েদ আহাম্মেদ আকাশ, মাহনা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মোশাররফ মোল্লা, গোলাকান্দাইল ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক নাজমুল, মাহনা পূর্বপাড়া সামাজিক প্রতিবাদ সংগঠনের সদস্য জসিম, হৃদয়, ইব্রাহীম, মামুন, নিহার, শাকিল এবং মাহনা পূর্বপাড়া সমাজবাসী সংগঠনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক সমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার। একজন মাদকাসক্ত ব্যক্তি সহজেই জড়িয়ে পড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাÐে। তাই যুবসমাজকে রক্ষা করতে হলে এসব অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, এলাকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষ মাদক ও অপরাধমূলক কর্মকাÐের বিরুদ্ধে গণস্বাক্ষরের মাধ্যমে প্রতিবাদ জানান। সমাজকে কুলষমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯