
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে গ্রেপ্তার এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ওই ছাত্রলীগ নেতার স্বজন ও প্রতিবেশীরা। এ সময় থানা ঘেরাওকারীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আড়াইহাজার থানা চত্বরে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার সাগর হাসান মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র। গত রোববার রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার কবির হাসানের ছেলে। ওসি এনায়েত বলেন, ‘সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তিনি একটি ঋণখেলাপির মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দুপুরে তিনটি মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।’ পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তাঁর আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন নারী। তাঁরা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানা ঘেরাওয়ের পর স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের কয়েকজন নারী কর্মী বিক্ষোভকারীদের ওপর হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। থানা ঘেরাওয়ের সময় ঘটনাস্থলে থাকা সাগরের এক নারী আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা থানায় যাইয়া জানতে চাইছি, কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে। পুলিশ আমাদের কোনো তথ্য দিতেছিল না। তখন আমরা বিক্ষোভ করি। এ সময় থানার ওসি বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের উপর হামলা করিয়েছে।’ তবে ওসি এনায়েত হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ থানার গেট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয়। তখন এলাকার কিছু বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার মাকে হেফাজতে নেয় পুলিশ। বাকিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত আছে।’ থানায় ছাত্রলীগ নেতার স্বজনদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এমনটা হলে আমি জানতাম। আমি এ বিষয়ে খোঁজ নেব। এমন কোনো ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯