আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৯

ফতুল্লায় লেডি সন্ত্রাসী শিল্পী বাহিনীর বিরুদ্ধে থানায় অবিযোগ

ডান্ডিবার্তা | ২২ এপ্রিল, ২০২৫ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় বেপারী টাওয়ারে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে ৩য় ও ৪র্থ তলার কেঁচি গেইটের তালা ভেঙে মোটা অংকের চাঁদার দাবীতে ১টি ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে এসেছে কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর গট মাদার শিল্পী আক্তার রাজিয়া ও তার দখলধার বাহিনী। এ বিষয়ে ভুক্তভোগী ফ্ল্যাট বাড়ির মালিক তাছলিমা বেগম ফতুল্লা মডেল থানায় একটি এজাহার রুজু করেন। ভুক্তভোগীর দায়েরকৃত এজাহার হতে জানাযায়, শান্তিধারা এলাকায় বেপারী টাওয়ারে তাছলিমা বেগম (৫৬) স্বপরিবারে বসবাস করেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় সময় লেডি সন্ত্রাসী বাহিনীর প্রধান শিল্পী আক্তার রাজিয়া (৪০) পিতা- অজ্ঞাত সাং- সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, শফিকুল ইসলাম (৫০) পিতা- অজ্ঞাত সাং- শিমরাইল বাজার সিদ্ধিরগঞ্জ, সানোয়ার খান (৪৫) পিতা- হামিদ খান সাং- নোয়াগাঁও সোনারগাঁও, মিজানুর রহমান (৪৫) পিতা-আলমাছ সাং- সারুলিয়া ডেমরা ঢাকা, মনিরুজ্জামান (৪৮) পিতা- অজ্ঞাত সাং- জিন্নাঘর থানা- চরফ্যাশন ভোলা সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন নিরীহ মানুষের ফ্ল্যাট ও বাড়ি দখলে পাঁয়তারা করছেন। আমাদের বেপারী টাওয়ার বিল্ডিংয়ে এই চিহ্নিত প্রতারক ও চাঁদাবাজ চক্র একাধিক বার বিভিন্ন নিরীহ মানুষের ফ্ল্যাট দখলের চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে এই চাঁদাবাজ চক্রের কাছে ফ্ল্যাটের মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোন প্রকার কাগজপত্র কোথাও কাউকে দেখাতে সক্ষম হয়নি। চক্রটি তালবাহানা করে সুকৌশলে চাঁদা দাবী করে আসছে কিছুদিন যাবৎ নিরীহ মানুষদের টার্গেট করে। এরই ফলশ্রæতিতে গত এক মাসে দুইবার এই বিল্ডিংয়ের ৪র্থ ও ৫ম তলার ফ্ল্যাট দখলের পায়তারা করছে লেডি সন্ত্রাসী শিল্পী আক্তার রাজিয়ার নেতৃত্বে চক্রটি। এ বিষয়ে ভুক্তভোগী বাড়ির ও ফ্ল্যাটের মালিক গত কিছু দিন পূর্বে উপরোক্ত বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পূনরায় আবারও সেই লেডি চাঁদাবাজ শিল্পী আক্তার রাজিয়ার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গত ২০ এপ্রিল বিকেলে ফ্ল্যাট দখলের উদ্দেশ্যে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে ৩য় ও ৪র্থ তলার কেঁচি গেইটের তালা ভেঙে মোটা অংকের চাঁদার দাবীতে ১টি ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে এসেছে চক্রটি। এ সময় ভুক্তভোগী বাড়ির ফ্ল্যাটের মালিক তাসলিমা বেগম(৫৬) ও গৃহকর্মী হোসনে আরা বেগম (৬২) ছাড়া বাড়িতে আর কেউ ছিলো না। তাই তারা জীবনের ভয়ে আতঙ্কে ফতুল্লা মডেল থানায় ফোন করলে তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উপরোক্ত চাঁদাবাজ চক্রটি কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী বাড়ির ফ্ল্যাটের মালিক তাসলিমা বেগম (৫৬) জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে পুনরায় ফতুল্লা মডেল থানায় উপরোক্ত দখলবাজ ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগী দাবী করেন বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দখলবাজ ও চাঁদাবাজ চক্রটিকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে ন্যায় বিচার করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‍্যাব-১১ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা