
ডান্ডিবার্তা রিপোর্ট
এবার আওয়ামীলীগের অপতৎপরতা দমাতে কোমর বেধে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল ফতুল্লায় আওয়ামীলীগের ৩জনকে ধরে পুলিশে দিয়েছে। সম্প্রতি আওয়ামীলীগ দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা শুরু করেছে। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তাদের অস্বিত্ব জানান দিয়ে চলেছে। যার কারণে নারায়ণগঞ্জসহ দেশে অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত বহন করে। আওয়ামীলীগের কয়েক দিনের অপতৎপরতায় জেগে উঠেছে বিএনপি। এবার আওয়ামীলীগের অপতৎপরতা রোধে মাঠে নেমেছে বিএনপির নেতা কর্মীরা। ইতিমধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগারদের যেখানে দেখবে তখনই পিটুনি দিবে। তার ঘোষণার পর মাহনগর বিএনপির একাধিক নেতাকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরা ফেরা করতে দেখা গেছে। এদিকে একটি পক্ষ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কী? এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগের কথা শোনা যাচ্ছে, এ সংক্রান্ত প্রশ্নে মির্জা ফখরুল বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি (এনসিপি) হয়েছে তাদের একজন এ ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগও করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়। তিনি আরও বলেন, তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণকে এ সিদ্ধান্ত দিতে হবে। বিএনপি মহাসচিব উল্লেখ করেন, বিএনপি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। তার আগে-পরে বিদেশে পালান দলটির অন্য নেতা-কর্মীরাও। ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্র্বতী সরকার। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে অভ্যুত্থানে হত্যাকাÐে জড়িত আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাসহ অভিযুক্তদের বিচারের কথা বলে আসছে। জাতিসংঘের হিসাব মতে, জুলাই অভ্যুত্থানকালে এক হাজার চার শতাধিক মানুষ হত্যাকাÐের শিকার হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যরা দীর্ঘদিন ধরে গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। তবে এর মধ্যে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ নিয়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একাধিক পোস্টও দিয়েছেন। যদিও বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলোও বলছে, বিচারের আগে দেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের। দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের আট মাস পার হলেও এখন পর্যন্ত অনির্বাচিত সরকার দ্বারা দেশ চলছে। আর এই সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও পর্যন্ত কোন স্থিতিশীলতা আনতে পারেনি। কারণ রাষ্ট্রের প্রত্যেকটি জায়গাতে স্বৈরাচারের দোসরগুলো বসে আছে। এর ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছে। সুতরাং সবকিছু স্বাভাবিক এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য দেশে নির্বাচন দরকার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে তাই বলে কি নির্বাচন হবে না? এমন প্রশ্ন রেখে আমিনুল হক বলেন, সংস্কার সংস্কারের মতো চলবে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। তাই অতি দ্রæত নির্বাচন দিয়ে জনগণের সরকার ক্ষমতায় এসে আওয়ামীলীগকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া যাবে। তবে বর্তমানে আওয়ামীলীগকে দমাতে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯