আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:০৯

পদ বাঁচাতে অস্থির না’গঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ২৪ এপ্রিল, ২০২৫ | ৯:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির নেতাকর্মীদের বিরোধ ভুরে ঐক্য হওয়ার আহবান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘোষনায় নড়ে চড়ে বসেছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় সিদ্ধান্ত অবহেলা করলে হয়তো তাদের পদ হারাতে পারেন। এমন আতঙ্ক এখন নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতার মধ্যে দেখা দিয়েছে। অনেকে পদ হারানোর ভয়ে অস্থির হয়ে পড়েছেন। যুগের যুগ ধরে নারায়ণগঞ্জে বিএনপিতে পদের লড়াইতে বিরোধ এতটাই দানাবেধে উঠেছে একে অপরের মারমুখি অবস্থানে রয়েছেন। যেহেতু সামনে নির্বাচন। আর দলীয় কোন্দলকে জিয়িয়ে রাখলে দলের জন্য সমস্যা দেখা দিতে পারে। তাই আগের সকল বিরোধ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদি দলের কোন নেতা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে তার পদ পদবী থাকবে না। তাই ঐক্যের লক্ষ্যে আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশ করবে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। মে দিবসের সমাবেশে বিএনপির বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। এদিকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দৃঢ় ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে আমাদের। তারেক রহমান বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু এমন সব বিভাজন ভুলে গিয়ে আমরা চাই এক অপার স¤প্রীতির বাংলাদেশ, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। এছাড়া আমাদের দলের ভিতরে যত কোন্দল রয়েছে তা দ্রæত মিটিয়ে সকলে ঐক্য গড়ে তুলতে আহবান জানান। তারেক রহমান আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি তখন বিএনপিই সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমাদের আন্দোলন কখনই অসাংবিধানিক ছিল না, আমরা বরাবরই বলেছি ফয়সালা হবে রাজপথেই। তারেক রহমান অভিযোগ করেন, রাজনীতিতে এখন দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রæত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। বিএনপি মহাসচিব বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। এদিকে নির্বাচন না সংস্কার এ প্রসঙ্গে নির্বাচনের বিকল্প কেবল নির্বাচনই হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচনের বিকল্প অন্য কিছু হতে পারে না। মির্জা আব্বাস বলেন, এখন আমি কথা বললেই বলবে যে মির্জা আব্বাস সংস্কারের বিরুদ্ধে কথা বলে, সংস্কার চায় না। কিন্তু না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যে সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটুকুই চাই। সোশ্যাল অ্যাক্টটিভিস্টদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি একবার বলেছিলাম যে, আপনারা যে সংস্কারের কথা বলছেন সব সংস্কারতো মানা যাবে না। সেই কথাটিকে টুইস্ট করে আমাদের বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক এমনভাবে বললো যে বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান এফ রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য-চেহারা মোটা হয়েছে তিনি প্রায়ই ফেসবুকে এসে বলেন কেন মির্জা আব্বাস মানবেন না। আমি বলতে চাই, তোমার যেমন বিদেশে পালিয়ে থেকে কথা বলার অধিকার আছে, আমার কী দেশে থেকে কথা বলার অধিকার নাই? তিনি আরও বলেন, আমি এই দেশে মৃত্যুদÐ মাথায় নিয়ে জেলে থেকেছি সহকর্মীদের নিয়ে। পালিয়ে যাইনি। আপনারা তো পালিয়ে গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে সন্মান রেখেই বলতে চাই, যারা দেশের বাইরে আছেন, ইউটিউবার যারা আছেন, ভাই আমরা রাজনীতি ছেড়ে দিবো আপনারা দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি। আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন। বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেবো। মির্জা আব্বাস বলেন, এনসিপির একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না। কারণ প্রসাশনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, ১৭ বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন, আমি বুঝলাম না। এই সব কথা নেহাতই বাচ্চাদের কথার মতো বলতেছেন। তিনি বলেন, ইদানিং একটা গ্রæপ ফেসবুকে বলার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আরে ভাই ১৭ বছর এদের (আওয়ামী লীগ) যন্ত্রনায় পাগল হয়ে গেছি। পরিবার-পরিজনসহ অশান্তিতে ভুগেছি। বিএনপির অনেকের পরিবার ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের অত্যাচারের কারণে। বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব নেতা কর্মীসহ প্রশাসনের ব্যক্তিবর্গ, তাদের সবার বিচার হতে হবে। কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করবেন না মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টে আমিও রাজপথে ছিলাম। টিয়ার সেলের মুখে। আমাদের ৪৬২ জন ছেলে মারা গেলো, ৩০ হাজারের মতো আহত হলো…আমাদের কোন অবদান নাই? যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না বের হতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বের হতো, ছাত্রদল বের না হতো তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করবেন না। ক্ষতি হবে দলের এবং দেশের। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায় না- এমন প্রচারণা চালিয়ে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। অথচ বিএনপিসহ সব রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দিয়েছে। যেসব বিষয়ে সর্বসম্মতি রয়েছে, সেগুলো জাতির সামনে প্রকাশ করা উচিত। তিনি বলেন, সব দলের মতামতের প্রতিবেদন এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে। এরপরই যেন সবাই ‘জুলাই সনদে’ সই করতে পারে। সেই প্রস্তুতি নেওয়া দরকার। বিএনপির এই নেতা মনে করেন, জুনের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। তার আগেই নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব। নির্বাচন যাতে দ্রæত বাস্তবায়ন হয় সে জন্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা