আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:৪৫

নেতৃত্বের লোভে বিএনপিতে কোন্দল

ডান্ডিবার্তা | ২৪ এপ্রিল, ২০২৫ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির বিভিন্ন উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। যেখানে থাকছে পাল্টাপাল্টি কর্মসূচি থেকে শুরু করে সংঘাতময় বিভিন্ন ঘটনার সংবাদ। অন্তর্বতী সরকার গঠনের আগেও উপদলীয় কোন্দলের এমন চিত্র নিয়মিত ছিল, বর্তমানে তার তীব্রতা কয়েকগুণ বেড়েছে। এক সময়ের কর্মী প্রধান দলটি নেতার আধিক্যে এমন বিব্রতকর অবস্থায় পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। স¤প্রতি “বিএনপিতে সবাই নেতা, কোন কর্মী নেই। নারায়ণগঞ্জের প্রতিটি অঞ্চলে পুরনো নেতার পাশাপাশি হঠাৎ গজিয়ে ওঠা অসংখ্য নব্য নেতার অভাব নেই। নেতৃত্ব লোভী অসাধু কিছু ব্যক্তির কারণে “অভ্যন্তরীণ কোন্দল আর নারায়াণগঞ্জ বিএনপি” যেন সমার্থক শব্দযুগলে পরিণত হয়েছে। নেতৃত্বের লোভ আদর্শ নয় বরং আধিপত্য বিস্তার, অবৈধ পথে অর্থ উপার্জনের জন্য।এদের দাপটে ত্যাগী, আদর্শ নেতৃবৃন্দের যথার্থ মূল্যায়ন হচ্ছে না। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সক্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভূমিকা লক্ষ্যণীয়। দুর্ভাগ্যজনক ভাবে অনেক স্থানে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না বরং নেতা কর্মীদের অনেকেই কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে নেতৃত্ব লাভ, পেশীশক্তির প্রকাশ এবং পূর্ববর্তী চাঁদাবাজ, সন্ত্রাসীদের শূন্যস্থান পূরণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন অনৈতিক চর্চার প্রকৃষ্ট উদাহরণ নারায়ণগঞ্জ। আগে থেকে চলে আসা উপদলীয় কোন্দল আরও তীব্র এবং বিস্তৃত হয়েছে শুধু নেতৃত্বের লোভে। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি নারায়ণগঞ্জে যথেষ্ট শক্তিশালী এবং জনপ্রিয় দল হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কেন্দ্রীয় নেতৃত্বে নারায়ণগঞ্জের বেশ ক’জন প্রভাবশালী নেতার উপস্থিতি এ অঞ্চলে বিএনপির শক্তিশালী অবস্থান তৈরিতে ভূমিকা রাখে। বিশাল সংখ্যক কর্মী সমর্থক দলটির প্রধান সম্পদ। বিএনপি যে ক‘বার ক্ষমতায় এসেছে বা গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়েছে, ভোট বাক্সে প্রতিবারই তার প্রতিফলন ঘটেছে। বর্তমান সংকট কালীন সময়ে যখন বিএনপির গঠনমূলক ভূমিকা পালন করার কথা, তখন অন্ত:কলহে জর্জরিত দলটি বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি,হানাহানিতে ব্যস্ত। যার মূলে রয়েছে আধিপত্য বিস্তার এবং অর্থ উপার্জনের উৎস বিভিন্ন হাটঘাট বাজার প্রভৃতির দখল নেয়া। পদ পদবী প্রাপ্তির লক্ষ্যে ইতোমধ্যেই দলাদলি শুরু হয়ে গেছে।পদ পদবী চাওয়ার অধিকার সবার রয়েছে। সে লক্ষ্যে পারস্পরিক প্রতিদ্ব›িদ্বতাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে সণ্ত্রাসী কর্মকাÐে লিপ্ত হওয়া দলীয় আদর্শ এবং ঐক্য পরিপন্থি। যা দলকে দূর্বল অবস্থানে ঠেলে দেয়। কয়েক ভাগে বিভক্ত নারায়ণগঞ্জ বিএনপির ক্ষেত্রে তেমনটিই লক্ষ্য করা যাচ্ছে। নেতৃত্ব দখল, অর্থের উৎস দখলের প্রচেষ্টা, সাধারণ মানুষ ভাল চোখে দেখছে না। দলীয় স্বার্থে বিএনপি এই মধুলোভী নেতাদের প্রতিহত করবে তেমনটিই এলাকাবাসীর প্রত্যাশা। দীর্ঘকাল দখলদারিত্ব, নেতৃত্বের লড়াই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাÐ দেখতে দেখতে নারায়ণগঞ্জ বাসী ক্লান্ত, বিরক্ত। এ অবস্থা থেকে দলমত নির্বিশেষে শান্তিপ্রিয় এলাকা বাসী মুক্তি চায়।দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা, পক্ষপাতহীন নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা সহ রাস্ট্র কাঠামো সংস্কার সময়ের দাবি। সেই লক্ষ্য পূরণে রাজনৈতিক দলের প্রত্যক্ষ ভূমিকার বিকল্প নেই। দেশের অন্যতম প্রধান দল হিসেবে বিএনপির দায়িত্ব এই মুহূর্তে অনেক বেশি কারণ অপর প্রধান দলটি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে রাজনৈতিক অঙ্গনে নিষ্ক্রিয়, নেতৃবৃন্দের কেউ দেশছাড়া, কেউ জেল হাজতে, বাকিরা আত্রগোপনে। দেশের এমন ক্রান্তিলগ্নে অভিজ্ঞ রাজনীতিবিদ সমৃদ্ধ বিএনপি সঠিক ভূমিকা পালন করবে, সাধারণ মানুষ তেমনটিই চায়। তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের বিতর্কিত, অন্তর্ঘাত মূলক কর্মকাÐ তেমন ভূমিকা পালনে অন্তরায় হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দলীয় স্বার্থ তথা দেশের বৃহত্তর স্বার্থে সারাদেশে তৃণমূল পর্যায়ে বিএনপির অন্তর্দ্ব›দ্ব নিরসন করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে বিতর্কিত নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা উচিত বলে সচেতন মহলের ধারণা। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন অনেকেই খোলস পাল্টিয়ে বিএনপির লোক সেজে সন্ত্রাসী কর্মকাÐ করে বেড়াচ্ছে। যাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে ক্ষমতা ও অর্থলোভী, আদর্শ বর্জিত কিছু নেতা।অবৈধ ভাবে অর্থ উপার্জনকারী এমন অনেক চিহ্নিত ব্যক্তি নারায়ণগঞ্জে আছে যারা রাতারাতি দল বদলিয়ে বিএনপি সমর্থক হয়ে গেছে, ক‘দিন আগেও যারা ক্ষমতাসীনদের ঘরের লোক ছিল।রং বদলানো এই লোকগুলো কোন দলের জন্যই আশির্বাদ নয় বরং বোঝা। দল তথা দেশের স্বার্থে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী শ্রেণীর কবলমুক্ত হয়ে বিএনপি প্রত্যাশিত ভূমিকা পালনে এগিয়ে আসবে যা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে এমনটিই সাধারণ মানুষের প্রত্যাশা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা