
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের তিনটি মামলার আসামীকে গ্রেপ্তার করে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় কোর্টে চালান করেছে সোনারগাঁও থানা পুলিশ। এই ঘটনায় আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে সোনারগাঁও থানা পুলিশের ওসিকে দুই কার্যদিবসের মধ্যে আসামীর বিষয়ে রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের শক্ত ভুমিকায় বৈষম্যের আসামীকে কারাগারে পাঠান আদালত। ওদিকে স্থানীয়রা জানান, ৩ লাখ টাকার বিনিময়ে বৈষম্যের মামলার আসামীকে ১৫১ ধারায় কোর্টে চালান করেছেন ওসি। বৈষম্যের মামলা নিয়ে বানিজ্য শুরু করে দিয়েছেন বর্তমান ওসি। এর আগের ওসির পথেই হাটছেন তিনি। ঘটনা সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ এলাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতের ঘটনার মামলার আসামী সানাউল্লাহকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার বসাক। বৈষম্যের মামলায় তাকে গ্রেপ্তারের কথাটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে জানালেও রাতের আধারে আসামী ও তার পরিবারের স্বজনদের সঙ্গে রফাদফা করে ১৫১ ধারায় কোর্টে চালানের ব্যবস্থা করা হয়। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মামুন মিয়া ৩ লাখ টাকার মাধ্যমে পুলিশের সঙ্গে দেন দরবার করে আসামী যাতে জামিন পেয়ে যায় সেজন্য ১৫১ ধারায় চালানের ব্যবস্থা করেন। গতকাল বুধবার আসামী সানাউল্লাহকে কোর্টে ১৫১ ধারায় চালানের বিষয়টি সোনারগাঁয়ের সর্বত্র ছড়িয়ে পড়লে সরকার পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণের প্রস্তুতি নেন। গতকাল বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক মাইমানাহ মনির আদালতে আসামী সানাউল্লাহর আইনজীবী তার জামিনের প্রার্থনা করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আদালতকে জানান, আসামী সানাউল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের একাধিক হত্যা মামলার আসামী। কিন্তু পুলিশ রহস্যজনক কারনে আসামীকে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় কোর্টে চালান করেছেন। আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানার মামলা নং ১৬(৮)২৪ নং মামলায় এজাহারভুক্ত ৯১নং আসামী। ওই মামলায় প্রধান আসামী শেখ হাসিনা। তখন আদালত আসামীর জামিন না মঞ্জুর করে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী দুই কার্যদিবসের মধ্যে আসামীর বিষয়ে কোর্টে রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯