
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে সুলেখা নামে এক গহবধূকে নিজ শোবার ঘরে দিনেদুপুরে জবাই করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় গৃহকর্তা রব মিয়া নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকার চাঁন মিয়ার ছেলে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এলাকার উত্তেজিত লোকজন রব মিয়া গণধোলাই দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে ঘন্টাব্যাপী চেষ্টা করে শান্ত করে এক পর্যায়ে ঘাতক রব মিয়াকে আটক করে। মৃতের চার মেয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে তাদের মাকে হত্যার বিষয়টি অবহিত হন। মৃতের স্কুল পড়–য়া মেয়ে রিক্তা আক্তার বলেন, তার মা সুলেখার সাথে তার বাবা রব মিয়ার পারিবারিক কলহ চলছিল র্দীঘদিন ধরে। প্রায় সময় বাবা-মায়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো। মাকে মারধর করা হতো। মা অনেক সহ্য করে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসার করছিলেন। এরই জেরে গতকাল ১০টার দিকে মাকে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা বটি দিয়ে বাবা রব মিয়া জবাই করে হত্যা করে। তিনি আরও বলেন, আমরা চারবোন। বাবার কোন আয়রোজগার করেনা। মা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করানোসহ পরিবারের সদস্যদের বরণপোষণ করছিলেন। আমি ঘাতক বাবার দৃটাষ্টমূলক শাস্তিা দাবী করছি। এদিকে ঘটনার খবর পেয়ে আশপাশের শতশত নারী-পুরুষকে ঘটনাস্থলে ভিড় করতে দেখা গেছে। এক পর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে ঘাতক রব মিয়া গণপিটুনি দেওয়ার প্রস্তুতি নেয়। বর মিয়া এ সময় তার দুচালা টিনের ঘরের এক কক্ষে লুকিয়ে ছিলেন। অপর আরেকটি কক্ষে গহবধূর জবাই করা রক্তাক্ত মরদেহ চৌকির ওপর পড়েছিল। ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন লাশ উদ্ধার করাসহ ঘাতক রব মিয়াকে আটকের চেষ্টা করেন। এ সময় লোকজন উত্তেজিত হয়ে পড়ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বর মিয়াকে কক্ষ থেকে বের করে পুলিশে পিকআপ ভ্যানে উঠানো হয়। স্থানীয়দের অনেকেই বলেন, এটি একটি সামাজিক অবক্ষয়। এমন নৃশংসতার স্বাক্ষি হয়ে রইল নারান্দী এলাকাবাসী। এমন ঘটনা অতীতে কোনদিন এই এলাকায় ঘটেনি। তারা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মৃতের স্কুল পড়ুয়া চার কন্যার মাতমে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গহবধূর গলার অর্ধেক কাটা রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯