
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রীন সেন্টমার্টিন পরিবহনের একটি বাস থেকে ১৮ হাজার ৫০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কনকর্ড সিটি আবাসিক প্রকল্পের সামনে এই অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রিফাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ “ক” সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন গ্রীন সেন্টমার্টিন পরিবহনের (নং ময়মনসিংহ-ব-১১-০২৮০) বাস থামিয়ে অ-৩ ও ই-৩ নম্বর সীটে বসা দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুর দিয়াপাড়ার বহুতগাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে সাহেদ আলী রবিন (৩৬) ও ফরিদপুর সিংহপ্রতাব গোরদিয়া এলাকার ফজলু মির্ধার ছেলে মো. সালমান (৩০)। তল্লাশির সময় সাহেদ আলী রবিনের ডান হাতে ধরা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১০ হাচার পিস ইয়াবা (ওজন ৯৬০ গ্রাম) এবং মো. সালমানের ব্যাগ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা (ওজন ৮৪০ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়াও একটি ঠরাড় ণও৭ঝ মোবাইল সেটও জব্দ করা হয়। ইয়াবাসমূহ স্বচ্ছ পলিথিনে রাখা ছিল এবং নমুনা সংগ্রহ ও লেবেলিং করে সীলগালা করা হয়েছে। রেইডিং পার্টির সদস্যদের মধ্যে ছিলেন উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু, সিপাই মোঃ রেজাউল করিম, মোঃ নাসির উদ্দিন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাকিল হোসেন, মোঃ আকাশ আহমেদ রাব্বি ও গাড়ি চালক মোঃ রেদওয়ান। এ সময় উপস্থিত ছিলেন স্বাক্ষী মো. তানজিল (২৩) ও মো. হাসান মুরাস (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১০(গ) ও ৪১ ধারায় সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত পরিচালনা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. খোরশেদ আলম বলেন, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯