
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপিকে মাইনাসের চক্রান্ত চলছে এমন অভিযোগ নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতার। নারায়ণগঞ্জের একাধিক নেতা অভিযোগ করে বলেন, আমরা ইদানিং লক্ষ্য করছি দেশে একটি চক্র বিএনপিকে মাইনাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চক্রটি চাচ্ছে যাতে তারেক রহমান দেশে না আসতে পারে। কারণ তারা জানে তারেক রহমান দেশে আসলে রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। বিএনপি এখন যতটুকু চাঙ্গা রয়েছে তারেক রহমান দেশে আসলে বিএনপির এর চেয়ে আরো ১০ গুন বেশী চাঙ্গা হয়ে উঠবে। আর দেশের ৮০ ভাগ মানুষ চায় বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ ভাল থাকে। মানুষ নিরাপদে ও শান্তিতে থাকতে পারে। তাই চক্রটির ভয় তারেক রহমান আসলে তাদের আর তাফালিং করার সুযোগ থাকবে না। এ ব্যপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে। এ চক্রান্ত রুখে দিতে স্থিতিশীল নির্বাচনেরও বিকল্প নেই। জয়নুল আবদিন ফারুক আরো বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ আগস্ট থেকে কি কি যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠাতে দেননি তারেক রহমান। নেতা নির্দেশ দিয়েছেন, সরকার পরিবর্তন হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে? তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এ নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এ চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। জনপ্রতিনিধির সরকার দরকার।
অন্তর্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা; ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী। তিনি আরও বলেন, সবাই যখন ড. ইউনূসের কাছে যান তখন তিনি (ড. ইউনূস) বলেন ‘কী সাহস পাই আপনাদেরকে সঙ্গে পেলে’। সেই সন্মান ও সাহস আমরা আপনাকে দিচ্ছি। সেই সাহসকে যদি আপনারা সাহসের সঙ্গে মোকাবিলা না করেন নির্বাচন বিলম্বিত করেন, তাহলে দায়-দায়িত্ব আপনার ওপরে পড়বে। তাই আমরা নির্বাচন নির্বাচন এ জন্য বলি। আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন। তারাই মূল দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না। এখন এমন সংস্কার করেন যাতে আমার ভোট আমি প্রাইমারি স্কুলে গিয়ে আমার পছন্দমতো প্রার্থীকে দিতে পারি। এটাই আমরা চাই। এটাই তারেক রহমান চান। তিনি আরও বলেন, এখন কেউ যদি ডিজিএফআই, এনএসআই দিয়ে নতুন দল তৈরি করার চেষ্টা করেন তাহলে ১/১১ এর মতো বদনামটা আপনাদের (অন্তর্বতী সরকার) ঘাড়েও চাপবে। নতুন দল যত হবে, ভাববে আপনারাই করছেন। তিনি আরও বলেন, নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা করবেন না। আসেন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গ্রেপ্তারকৃত শাজাহান খানরা ‘জামাই আদরে’ থেকে এখন আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। অন্তর্বতী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। অন্তর্বতী সরকারের সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে না। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসর, খুনের আসামিরা, প্রকাশ্যে আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, ভারতে পলাতক হাসিনা একের পর এক হুংকার দিচ্ছে। শাজাহান খানরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বতী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। গত ১৫ বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম-ওলামাকে ডান্ডাবেড়ি-পরিয়ে আদালতে তোলা হয়েছিল আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের ‘জামাই আদরে’ আদালতে হাজির করা হচ্ছে। রুহুল কবির রিজভী বলেছেন, ওরা ( আওয়ামী লীগ) পলাতক, আমাদের নেত্রী পলাতক নয়। ওদের সবাই পালিয়ে গেছে। ওরা পালিয়ে গেলে ওদের কাছে আছে প্রচুর টাকা, সেগুলো দিয়ে তারা খুনিবাহিনী, ভাড়াটিয়া বাহিনী দিয়ে আক্রমণ করছে। রিজভী বলেন, বর্তমান সরকারের তো অবশ্যই একটা আইনগত ভিত্তি রয়েছে। এখানে সুপ্রিমকোর্ট ও রাষ্ট্রপতির একটা নির্দেশনা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত সরকার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেভাবে জবাবদিহিতা থাকবে না। যদি তার আন্তরিকতা থাকে, গণমাধ্যম আছে, তবে সেটা কয়দিন? নির্বাচিত না হলে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে। বড় পরিসরে জবাবদিহিতা থাকে না, কারণ নির্বাচিত পার্লামেন্ট নেই, নির্বাচিত জনপ্রতিনিধি নেই। সে বিষয়টাই আমি বলতে চেয়েছি। তিনি বলেন, দল হিসেবে আমরা তো গণতন্ত্রের বিশ্বাসী রাজনৈতিক দল। আওয়ামী লীগের বেআইনি কাজ মোকাবিলার কাজ সরকারের। দল হিসেবে যদি আমরা আওয়ামী লীগকে প্রতিহত করতে যাই, সেটা তো হবে এক প্রকারের গুন্ডামি। মোকাবিলা করতে সরকার ও তার আইন শৃঙ্খলা বাহিনী আছে। তিনি বলেন, পাড়া-মহল্লা, পথে-ঘাটে, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের ‘টনিক’ হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা, সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে ‘টাকায় কথা কয়’-শেখ হাসিনা এ প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন, সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কীভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে? নিশ্চয়ই এখনও প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন, ফ্যাসিবাদের খুনি দোসরদের সহযোগীরা। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে খালেদা জিয়াকে ৪০ বছরের ভিটা থেকে এক কাপড়ে বের হতে হতো না। আর খালেদা জিয়াকে অন্যায়ভাবে এক কাপড়ে বের করা হয়েছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, সংস্কার নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে। সংস্কার সংস্কার বলতে বলতে আট মাস কাটিয়ে দিলাম। বস্তুতপক্ষে এখনো পর্যন্ত সংস্কারের কী ঘটেছে সেটা কিন্তু মানুষ দেখেনি। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহŸান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহŸায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সারোয়ার তুষার আরও বলেন, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, খুব ভাবছেন মাঠ ফাঁকা। ফাঁকা মাঠে গোল দেব। ১৫ বছরে গোল দিতে পারেন নাই। এখন আর গোল দেওয়ার চেষ্টা করবেন না। জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে কারচুপি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং যারা সন্ত্রাস করতে চাইবেন, মাদক কারবার করবেন, এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন, ঢাকায় সুশীল হয়ে সভা সেমিনারে মাঠ গরম করবেন আর কর্মীরা নরসিংদী, ঝালকাঠি, শরীয়তপুরে সমস্ত কিছু লুটপাট করে ফাঁকা বানিয়ে দেবে-এটা আর হতে যাচ্ছে না। জনগণ সচেতন হয়েছে। যুগ্ম আহŸায়ক মাহবুব আলম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই। কারণ, জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট এ দলটিকে নিষিদ্ধ করা সম্ভব। যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কি না। এ ব্যাপারে কোনো টালবাহানা চলবে না।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯