আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৭

ভূইগরে নাজিমুদ্দিন ও রাজের নেতৃত্বে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে

ডান্ডিবার্তা | ২৫ এপ্রিল, ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জ জেলা সহ সারাদেশে যখন থমথমে অবস্থা বিরাজ করছিলো ঠিক ঐ সময়েও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীম ওসমানের ক্যাডার বাহিনীর অন্যতম প্রধান মো. নাজিমুদ্দিন ও আজমেরী ওসমানের ক্যাডার বাহিনীর অবৈধ টাকার হিসাব রক্ষক এম এ হুসাইন রাজের নেতৃত্বে ভূইগর রূপায়ন টাউনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে। এর পর প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের চাপে কিছুটা নিরব ছিলো নাজিমুদ্দিন ও রাজ বাহিনীর সদস্যরা। একটি গোপন সুত্রে জানা যায় কয়েকদিন আগে সারা দেশে বিভিন্ন জেলায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের হয়েছে। ঐসময়ে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন এলাকা ভূইগরে নাজিমুদ্দিন ও রাজের নেতৃত্বে একটি মিছিল বের করার পরিকল্পনা করা হচ্ছিলো। তারা এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মামুন, ঢাকাস্থ গলাচিপা আওয়ামী যুব ঐক্যফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাইয়ুম রাঢ়ী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সিরাজ, যুবলীগ নেতা মো. ওমর ফারুক ও আওয়ামী লীগ নেতা নুর ইসলাম সহ বেশ কয়েকজন মিলে পরিকল্পনাকারী নাজিমুদ্দিন ও রাজের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। কিন্তু পরবর্তীতে গ্রেফতারের ভয়ে ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভয়ে ঝটিকা মিছিলটি আর বের করা হয়নি। তবে ভূইগর এলাকায় ও রূপায়ন টাউনে আওয়ামী লীগের তৎপরতা বেরেছে। এই বিষয়ে ভূইগরের স্থানীয় বিএনপি নেতাদের কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, ভুইগর একটি গুরুত্বপূর্ণ এরিয়া এখানে আওয়ামী লীগের ঘাঁটি ছিলো। তাই এখানে আওয়ামী লীগের নেতারা দুঃসাহস দেখানোর চেষ্টা করেছে তবে তারা ব্যর্থ হবে। বিশেষ করে রূপায়ণ টাউন নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের নেতৃত্বে রূপায়ণ টাউন, ভুইঘর মামুদপুর ও আশেপাশের এলাকায় মাদক বাণিজ্যসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাÐ পরিচালনা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা তাদের অপরাধ জগৎ পরিচালনা করার জন্য মোটা অংকের টাকা পয়সা দিয়ে ক্যাডার ভাড়া করে দল বারী করার চেষ্টা করেছে তাছাড়া বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে পুনবার্সন হওয়ার জন্য জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা