আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:৩৮

আড়াইহাজার থানার ওসি প্রত্যহার

ডান্ডিবার্তা | ২৫ এপ্রিল, ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেনকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আড়াইহাজার থানায় যোগদানের ৮ মাসের মাথায় তাকে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (‘গ’-সার্কেল) মেহেদী ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেন। ওসি এনায়েত হোসেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আড়াইহাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, এনায়েত হোসেন থানায় যোগদানের পর থেকেই নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার ঘুষ গ্রহণের একটি (ভিডিও) ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে তিনি বেশ বিতর্কের মুখে পড়েন। এছাড়াও সম্প্রতি স্থানীয় দুপ্তারা বাজারে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের রাজনৈতিক তোরুণ নির্মাণকে কেন্দ্র করে ওসি এনায়েত হোসেন আইনী সহযোগিতা না করে বিতর্কে জড়িয়ে পড়েন। ফাঁকা গুলিসহ খোকন নামে এক কর্মীকে মেরে ফেলার হুমকী দেয় স্থানীয় একদল সন্ত্রাসী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে ওসি কোন প্রকার আইনী পদক্ষেপ গ্রহণ করেনি। পরে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে পড়েন। এক পর্যায়ে খোকনের ভাড়াবাড়িতে ভাংচুর ও ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে খোকন তার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ পুরো পরিবার নিয়ে প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নেয়। এ ঘটনায় পুলিশ প্রধান ও স্বরাষ্ট্র সচিব বরাবর গত ১৫ এপ্রিল বেবী আক্তার নামে এক নারী লিখিত অভিযোগ দেন। অপর আরেক ঘটনায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পারভীনের (পিএস) সালাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি পুলিশ প্রধান ও স্বরাষ্ট্র সচিব বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেন। যার প্রেক্ষিতে আড়াইহাজার থানার ওসিকে প্রত্যাহার করা হলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা