
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর আশপাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ জ্বালানি তেল বিক্রয় বন্ধে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের গোদনাইল ডিপোতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) ও সরকারের যুগ্ম সচিব মো. আবদুল কাদের। সভা পরিচালনা করেন বিপিসি’র ব্যবস্থাপক (বিপণন) মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান। সভায় বক্তব্য রাখেন মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতান, বিপিসি’র মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ জাহিদ হোসাইন, র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শামস্, এসি ল্যান্ড (সিদ্ধিরগঞ্জ) দেবযানী কর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। অংশগ্রহণকারী অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মো. অকিল ভূঁইয়া, মো. ফজলুল হক, মো. আনোয়ার হোসেন মেহেদী, মো. সাইজুদ্দীন মাতবর, কামাল বিশ্বাস, মো. মিলন ভূঁইয়া, মো. ইসমাইল, শ্রমিক প্রতিনিধি হাজি মো. জাহিদ হোসেন ও এস এম আসলাম। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, পদ্মা ও মেঘনার ডিপো এলাকার আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে অপসারণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জেলা প্রশাসন মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির চালকদের নিয়োগপত্র প্রদান এবং প্রতিটি যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন ও তা সচল রাখার বিষয়ে মালিকপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। সভায় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ডিপো ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯