আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১:৩৬

গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত

ডান্ডিবার্তা | ২৫ এপ্রিল, ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর আশপাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ জ্বালানি তেল বিক্রয় বন্ধে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের গোদনাইল ডিপোতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) ও সরকারের যুগ্ম সচিব মো. আবদুল কাদের। সভা পরিচালনা করেন বিপিসি’র ব্যবস্থাপক (বিপণন) মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান। সভায় বক্তব্য রাখেন মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতান, বিপিসি’র মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ জাহিদ হোসাইন, র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শামস্‌, এসি ল্যান্ড (সিদ্ধিরগঞ্জ) দেবযানী কর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। অংশগ্রহণকারী অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মো. অকিল ভূঁইয়া, মো. ফজলুল হক, মো. আনোয়ার হোসেন মেহেদী, মো. সাইজুদ্দীন মাতবর, কামাল বিশ্বাস, মো. মিলন ভূঁইয়া, মো. ইসমাইল, শ্রমিক প্রতিনিধি হাজি মো. জাহিদ হোসেন ও এস এম আসলাম। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, পদ্মা ও মেঘনার ডিপো এলাকার আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে অপসারণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জেলা প্রশাসন মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির চালকদের নিয়োগপত্র প্রদান এবং প্রতিটি যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন ও তা সচল রাখার বিষয়ে মালিকপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। সভায় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ডিপো ইনচার্জগণ উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা