
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। বিসিবির ১৩০০ কোটি টাকা এফডিআরের একটি বড় অংশ বোর্ড সভাপতির পছন্দের দুটি ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। বলা হয়েছে, অন্য ব্যাংকে থাকা এফডিআর ভেঙে দুটি ব্যাংকে যথাক্রমে ৫৪ ও ৬৪ কোটি টাকা নিয়ে গেছেন তিনি। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিমকে। বিসিবির ফান্ডের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরানোরা ব্যাপারে তিনি অবগত আছেন কিনা, এই প্রশ্নের উত্তরে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আজকে কী রিপোর্ট হয়েছে না হয়েছে। খুব পরিষ্কারভাবে যে আমি অবগত তা নই।’ বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতার সেই রিপোর্ট সত্যি হলে তা বোর্ডের জন্য বিব্রতকর কিনা সেই প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘পুরো বিষয়টা না জেনে কমেন্ট করাটা ঠিক হবে না। আমার মনে হয় আমার অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কমেন্ট করতে চাইলে।’ বোর্ড পরিচালক হয়েও এত বড় অঙ্কের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যাপারে কেন জানতেন না, এমন প্রশ্নের উত্তরে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এইটুকু জানি, কিন্তু নির্দিষ্টভাবে (কোনো ব্যাংকের ব্যাপারে) আমার জানা নেই।’
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯