আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | সকাল ১০:০৩

গোপন মিশনে স্বৈরাচারের দোসররা

ডান্ডিবার্তা | ২৬ এপ্রিল, ২০২৫ | ৯:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মাথা চাড়া দিয়ে উঠছে ওসমান দোররা। সুযোগ বুঝে তারা হঠাৎ নিজেদের প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা দেওভোগসহ বিভিন্ন এলাকায় অতিথির ছদ্দবেশে আত্বিয়ের বাড়িতে গোপন বৈঠক করার খবর পাওয়া গেছ্ েগোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা গোপনে শেখ হাসিনার দেয়া মিশন বাস্তবায়নে কাজ করে চলেছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রায় ৯ মাস পূর্ণ হলেও এখনও আওয়ামী ওসমান দোসরমুক্ত হচ্ছে না নারায়ণগঞ্জ। যাকে ঘিরে তাদের ফেলে যাওয়া সাঙ্গপাঙ্গদের মাধ্যমে এখানো আওয়ামী লীগের দাপুট ফিরিয়ে আনতে মাঠ নিয়ন্ত্রণে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে পলাতক ওসমানরা। এদিকে পটপরিবর্তনের পর এখনও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় ওই সকল দোসরদের দেখা মিলছে। শুধু তাই নয়, বিএনপির কিছু কথিতদের শেল্টারে এখানো বিভিন্ন অপকর্মসহ নিজ বাসায় থাকছেন আওয়ামী লীগের একাধিক দোসররা। একইভাবে আগের মতই তাদের আবারো অনেকটা প্রভাব খাটাতেও দেখা যাচ্ছে। কোন কোন এলাকায় এখনও নিয়মিত চাঁদাবাজী ও নানা অপকর্মের সাথেও জড়িত থাকছেন তারা। কিন্তু তাদের এ বহাল থাকার পেছনে আসলে কারা রয়েছেন? কাদের শেল্টারে তারা বহাল থেকে এখনও অপকর্ম চালিয়ে যাচ্ছেন ? এমন প্রশ্ন আজ জনমনে বার বার ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। বর্তমানে বিএনপির ছায়াতলে থেকেই সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী দোসররা। যার প্রমান হিসেবে গত বুধবার বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিনের ক্লাব থেকে আড়াইহাজার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ খন্দকারকে গ্রেফতার করেন বন্দর থানা পুলিশ। সূত্র ধারা এমন ও খবর রয়েছে গত ৮ মাস যাবৎ আল-আমিনের তত্ত¡াবধায়নে ছিলেন এই যুবলীগ নেতা। এই যুবলীগ নেতা জায়েদের উপস্থিতিতেই গত ২১ এপ্রিল কাঁচপুরে আওয়ামী লীগের বিক্ষোভ শোডাউন হয়েছিলো বলে অবিযোগ পাওয়া যাচ্ছে। শুধু বন্দরে নয় নারায়ণগঞ্জ জেলা জুড়ে প্রতিটি ওয়ার্ডে-ইউনিয়নে বিএনপি নেতাদের মোটা অংকের টাকা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী আওয়ামী দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। তা ছাড়া নারায়ণগঞ্জে বিশেষ করে বড় বড় কিছু ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আওতাধীন, কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লায়, কুতুবপুর, বক্তাবলী, আলীরটেক, গোগনগর, বন্দর, সিদ্ধিরগঞ্জসহ এর আশেপাশের বহু মহল্লায় আওয়ামী দোসরদের বেশি উঁকিঝুঁকি মারতে দেখা যাচ্ছে। দিন যতই বাড়ছে, ততই বাড়ছে এ উঁকিঝুঁকির সংখ্যা। জুলাই-আগস্টে যারা সরাসরি ছাত্র আন্দোলনের বিরোধীতা করেছিলো, তাদের ওপর হামলা এবং তাদের বাড়ীঘরে গিয়ে অভিভাবকদের ভয়ভীতি দেখিয়েছিলো তাদের মধ্যে কেউ কেউ রাতারাতি বনে যাচ্ছেন বিএনপি নেতা। তেমনি রয়েছে, এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর এলাকার প্রধানবাড়ির সকলেই এখন ও বহাল তবিয়তে যারা বিগত দিনে ওসমানদের ছায়াতলে থেকে সর্বকিছু তছনছ করেছে। এদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধীতা করাসহ রয়েছে নানা অভিযোগ। এরা কুখ্যাত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদের শেল্টারে ছাত্র-আন্দোলনে প্রকাশ্যে থাকলে ও এখনো এরা বহাল। তা ছাড়া কাশীপুরে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের দোসররা সকলেই বহাল তবিয়তে রয়েছে। তা ছাড়া ও এক ভাই আওয়ামী লীগ আরেক ভাই বা দূর সম্পর্কের কেউ বিএনপি এমন আত্মীয়তার সুবিধা ও চোখে পরছে। এমন সকল বিষয় অবগত হয়ে ও এদের বিরুদ্ধে কোন প্রকারের ব্যবস্থা নিচ্ছেনা আইনশৃঙ্খলাবাহিনীসহ বিএনপির কথিত নেতারা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু কিছু আওয়ামী ওসমান দোসররা বিএনপির কাছে সুবিধা পেয়ে গত ২৩ জানুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জে প্রথম শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ও সরকারি দপ্তরের দেয়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার সাঁটানো হয়। পোস্টারে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিখনীতে গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘গডফাদার’ খ্যাত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়নের ছবি দেখা যায়। এর তিনদিন পর ২৭ জানুয়ারি সরকারি তোলারাম কলেজের সামনে সাঁটানো হলো আজমেরী ওসমানের পোস্টার। তার পোস্টারে একই ‘শেখ হাসিনাতেই আস্থা’ ¯েøাগান দেখা যায়। এতে সেই সময় বিএনপির নেতাকর্মীরা তা নিয়ে কোন প্রকারের প্রতিবাদ না করলে এর ফাঁকে গত ২৮ মার্চ রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘জয় বাংলা’¯েøাগানে মাস্ক ও কাপড় পরিহিত সমর্থকরা মিছিল বের করে। সেই মিছিলে শোনা যায় বিএনপির কিছু নেতাকর্মীদের যোগসাজস ছিলো। সর্বশেষ কালো মাস্ক পরিধারন করে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ, ফতুল্লা, আড়াইহাজারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ¯েøাগানে গুপ্তভাবেই মাঠে দেখা যায়। এদিকে আওয়ামী লীগের দল ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির অনেকেই আওয়ামী-লীগের কিছু বড় নেতাদের সাথে আতাঁত করে চলতো। তারা দল আওয়ামী-লীগ করলেও বিএনপির লোকজনের সাথেই অনেক ক্ষেত্রেই ব্যবসা বানিজ্য করত। তারা অনেকেই মিলেমিশে ব্যবসা করত, জায়গার ব্যবসাসহ অনেক কিছুই। এসব নেতারা পাড়া মহল্লা ভিত্তিক আওয়ামীলীগ বিএনপি লিয়াজু ম্যান্টেন করে চলছে। যারা দলকে ব্যবহার করে ব্যবসা, বানিজ্য ভাগিয়ে নিয়েছে সবচেয়ে বেশি ভেনিফিশিয়ারি হয়েছে,তারা অনেকেই বিএনপি সাথে মিল করে আরামে দিন কাটাচ্ছে। কারন একসময় তারাও বিএনপির কিছু নেতাকর্মীদের খেয়াল রাখতেন সেই প্রতিদান তারা পট পরিবর্তনের পর এখন পাচ্ছেন। সেই সুবাদে এখানো চর্বি শরীরে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে মাঠে ব্যাপকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনায় আওয়ামী লীগের ওসমান দোসরদের নেতাকর্মীরা। তাছাড়া বর্তমানে বিএনপি নির্বাচনমুখী অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনায় কোনভাবেই সন্তুষ্ট হতে পারছে না। যাকে ঘিরে এরা ও আন্দোলনের পরিকল্পনায় রয়েছে। যা ইতিমধ্যে আওয়ামী লীগের দোসররা অবগত হওয়ায় এরা বর্তমানে বিএনপির সাথে বিভিন্নভাবে মিলে-মিশে কর্মী সেঁজে মাঠে সক্রিয় হতেই মরিয়া হয়ে আছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা