আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৩

এবার শক্তি নিয়ে মাঠে নামছে বিএনপি

ডান্ডিবার্তা | ২৬ এপ্রিল, ২০২৫ | ৯:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কঠোর মনবল আর শক্তি নিয়ে মাঠে নামার ঘোষনা দিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ লক্ষ্যে তারা ব্যপক প্রস্তুতি নিচ্ছে। অচিরেই তারা শক্ত হাতে আওয়ামীলীগের বিরুদ্ধে মাঠে নামবে বলে জানা গেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জে বিএনপি নিজেদের শক্তিমত্তার পরীক্ষা দিয়ে আসলেও অচিরেই তাদের পূর্ণশক্তি দেখাবে। এরই মধ্যে গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ জেলা বিএনপি ৩৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে। এতে জেলার বিভিন্ন থানার নেতারা স্থান পেয়েছেন। এর আগে শুধুমাত্র ৫সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে কেন্দ্রের নির্দেশে তা পূর্ণাঙ্গ হয়েছে। পর্যায়ক্রমে থানা উপজেলা পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। এর ফলে আগের তুলনায় বিএনপি আরও সুসংগঠিত এবং শক্তিশালী হচ্ছে। এদিকে জাতীয় নির্বাচনের দাবিতে এখনো রাজপথে সরব রয়েছে বিএনপি। নতুন কমিটির হাত ধরে বিএনপির আন্দোলন আরও বেগবান এবং শক্তিশালী হবে বলে মনে করছেন সবাই। কমিটি পর্যালোচনা করে দেখা যায়, নতুন আহবায়ক কমিটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক খোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ওকিল উদ্দিন ভুঁইয়া, স্থান পেয়েছেন। এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর শহরে বিশাল জনসমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। যে জনসমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে নিজেদের শক্তিমত্তার জানান দিলো নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপি কতটুক গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিলো। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে দুপুর ২টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা পূর্বের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। একসময় সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে উঠে। মিছিলে মিছিলে কম্পিত হতে সমাবেশস্থলের আশেপাশের এলাকা। যেনো পুরো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মুখরিত শহর। দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ২৫ ফেব্রæয়ারি শহরের আদমজী-চাষাঢ়া সড়কের সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশের আয়োজন করা হয়। এতে মির্জা আব্বাস ছাড়াও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে, দীর্ঘদিন পর কোনো রকমের বাধা-প্রতিবন্ধকতা ছাড়াই আয়োজিত সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে কাজ করছিল উচ্ছ¡াস-উদ্দীপনা। সমাবেশকে সফল করতে নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক করেন। নেন প্রয়োজনীয় সকল প্রস্তুতি। সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিতি করা নিয়ে জোর দেওয়া হয়। একই সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির জন্য সমাবেশ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভাব হয়েছিল। কেননা কিছুদিন আগেই জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের কিছুদিনের মধ্যেই এতো বড় সমাবেশ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জই ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জে পুরোদমে সফল জেলা বিএনপির নেতৃবৃন্দ। তার আগে, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ সরকার। আর এই ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীদেরকে অনেক নির্যাতন নীপিড়নের শিকার হতে হয়েছে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপির নেতাকর্মীদেরকে সভা সমাবেশ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এর মধ্য দিয়ে এক ইতিহাসের স্বাক্ষী হলো নারায়ণগঞ্জ জেলা বিএনপি। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপির বিকল্প কেউ নাই তারই জানান দিলো নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা