আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:২৫

সকল গণহত্যার বিচার হতে হবে

ডান্ডিবার্তা | ২৬ এপ্রিল, ২০২৫ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর ব্যাপক সংশোধন হয়েছে সংবিধানের কিন্তু সংস্কার হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২ হাজারের বেশী প্রাণের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। বর্তমান অর্ন্তবর্তী সরকারের অন্যতম মহতী উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা। ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি কমিশনকে আমরা সাধুবাদ জানিয়েছি। গতকাল শুক্রবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের দাবীতে ঢাকার জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ গণজমায়েতে প্রধান অতিথি বক্তবে তিনি এ কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগরের সভাপতি মুফতি হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে তিনি আরো বলেন, আগামী ৩ তারিখের পূর্বে নারী কমিশন প্রস্তাবনা প্রত্যাখান করার আল্টিমেটাম জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, যদি এই প্রস্তাব প্রত্যাহার করা না হয় তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আল্লাহর কুরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠায় বাংলাদেশে হবে না। কিন্তু দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হয়, নারী সংস্কারবাদী কমিশন যে প্রস্তাবনা উত্থাপন করেছে সেটাকে সাধুবাদ জানাবো দূরের কথা আমরা আলেম সমাজ স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা কল্পনাও করতে পারিনা অভূত্থান পরবর্তী দেশে কোরআন বিরোধী কোন ঘোষনা রাষ্ট্রীয় ভাবে উত্থাপিত হতে পারে। এই জঘন্য কমিশন বলেছে, উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন এটাই নারীদের প্রতি বৈষম্যের কারন। কোরআন ও ইসলামের আইনকে তারা দায়ী করেছে। ড. ইউনুসের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে প্রতিশ্রæতি ব্যক্ত করা হয়েছে, যতদ্রæত সম্ভব এ প্রস্তবনাকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। ড. ইউনুস সাহেব কোরআনের আইনকে অমান্য করার কথা বলেছেন। ড. ইউনুস সাহেবের বিরুদ্ধে কথা বললে নাকি অনেকের ভালে লাগেনা। আল্লাহর কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ভালো হবেনা। আগামী ৩ তারিখের মধ্যে নারী বিষয়ক কমিশন প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদীর, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, জেলার উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা মহিউদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা