
ডান্ডিবার্তা রিপোর্ট
হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর ব্যাপক সংশোধন হয়েছে সংবিধানের কিন্তু সংস্কার হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২ হাজারের বেশী প্রাণের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। বর্তমান অর্ন্তবর্তী সরকারের অন্যতম মহতী উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা। ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি কমিশনকে আমরা সাধুবাদ জানিয়েছি। গতকাল শুক্রবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের দাবীতে ঢাকার জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ গণজমায়েতে প্রধান অতিথি বক্তবে তিনি এ কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগরের সভাপতি মুফতি হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে তিনি আরো বলেন, আগামী ৩ তারিখের পূর্বে নারী কমিশন প্রস্তাবনা প্রত্যাখান করার আল্টিমেটাম জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, যদি এই প্রস্তাব প্রত্যাহার করা না হয় তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আল্লাহর কুরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠায় বাংলাদেশে হবে না। কিন্তু দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হয়, নারী সংস্কারবাদী কমিশন যে প্রস্তাবনা উত্থাপন করেছে সেটাকে সাধুবাদ জানাবো দূরের কথা আমরা আলেম সমাজ স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা কল্পনাও করতে পারিনা অভূত্থান পরবর্তী দেশে কোরআন বিরোধী কোন ঘোষনা রাষ্ট্রীয় ভাবে উত্থাপিত হতে পারে। এই জঘন্য কমিশন বলেছে, উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন এটাই নারীদের প্রতি বৈষম্যের কারন। কোরআন ও ইসলামের আইনকে তারা দায়ী করেছে। ড. ইউনুসের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে প্রতিশ্রæতি ব্যক্ত করা হয়েছে, যতদ্রæত সম্ভব এ প্রস্তবনাকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। ড. ইউনুস সাহেব কোরআনের আইনকে অমান্য করার কথা বলেছেন। ড. ইউনুস সাহেবের বিরুদ্ধে কথা বললে নাকি অনেকের ভালে লাগেনা। আল্লাহর কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ভালো হবেনা। আগামী ৩ তারিখের মধ্যে নারী বিষয়ক কমিশন প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদীর, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, জেলার উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা মহিউদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯