আজ শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২ | ২৭ শাওয়াল ১৪৪৬ | দুপুর ১২:০১
শিরোনাম:
না’গঞ্জ আ’লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চক্রান্তের অভিযোগ    ♦     না’গঞ্জে কৃষকদলে বিরোধ চরমে    ♦     তারেক রহমানকে নিয়ে ‘দ্য উইক’ “নিয়তির সন্তান”    ♦     জাতীয় পর্যায়ে মেয়েদের ভলিবলে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন    ♦     সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ছত্রছায়ায় খাস জমির মাটি কেটে বিক্রি    ♦     না’গঞ্জে আলোচিত ৭ খুনের ফাঁসির রায় দ্রæত কার্যকরের দাবিতে মানববন্ধন    ♦     অটোচালক মাসুদ হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি    ♦     বিচ্ছেদের কারণ গোপন রাখলেন এ আর রহমান    ♦     সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ    ♦     বন্দরে ইমামকে হত্যা চেষ্টা যুবককে ধরে পুলিশে সোপর্দ    ♦    

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ছত্রছায়ায় খাস জমির মাটি কেটে বিক্রি

ডান্ডিবার্তা | ২৬ এপ্রিল, ২০২৫ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকায় সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট ও কৃষিজমি। অভিযোগ সূত্রে জানা গেছে, আস্থা ফিড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম বাবুর নেতৃত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেনের মাধ্যমে এই মাটি কাটা ও বিক্রি করা হচ্ছে। ইকবাল হোসেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতাকে নিয়ে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়রা জানান, ওই চক্রটি জ্যোৎস্না বেগম নামের এক নারীর ৩৬ শতাংশ ফসলি জমির মাটি কেটে নেয়। এছাড়া লাদুরচর মৌজার প্রায় ২৪০ শতাংশ সরকারি খাস জমি থেকে তিন লাখ ঘনফুট বালু উত্তোলন করে প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয় আস্থা ফিড কোম্পানিতে। জমিগুলো দখলে নিতে ভুয়া দলিল তৈরি করারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, ইকবাল হোসেন প্রভাব খাটিয়ে সাধারণ কৃষকদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাদেরকে মামলা ও ভয়-ভীতি প্রদর্শনের মুখোমুখি হতে হয়। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আস্থা ফিড কোম্পানির কর্মকর্তা শরীফ বলেন, “আমরা আমাদের ক্রয়কৃত জমি থেকেই মাটি কেটেছি। আমাদের কোনো কর্মী রাজনীতি করলে সেটি তার ব্যক্তিগত বিষয়।” নোয়াগাঁও ইউনিয়নের নবনিযুক্ত ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। মাটি কাটার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন জানান, “বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আপাতত মাটি কাটা বন্ধ রাখা হয়েছে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা