আজ রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬ | সকাল ৯:৫৭

বন্দরের সিটি করপোরেশন এলাকায় পানির তীব্র সংকট

ডান্ডিবার্তা | ২৭ এপ্রিল, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ১৯নং ওয়ার্ড থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত আবারো বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে র্তীব্র গরম থাকার কারনে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিনপাড়া, ইসলামপুর, টিক্কারমোড়, নয়াপাড়া, ফরাজিকান্দা, ২০নং ওয়ার্ডের বেপারি পাড়া, মাহামুদনগর, দড়ি সোনাকান্দা, পশ্চিম হাজীপুর, ২১নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া, এনায়েতনগর, সোনাকান্দা নোয়াদ্দা, রুপালি, ছালেহনগর, শাহীমসজিদ, বাংলাদেশ পাড়া, ২২নং ওয়ার্ডের রাজবাড়ী,আমিন আবাসিক, রেলী আবাসিক, লেজারার্স,বন্দর খানবাড়ী, স্বল্পের চক, ২৩নং ওয়ার্ডের একরামপুর, নবীগঞ্জ মাঠপাড়া, নবীগঞ্জ বাগবাড়ী, কবিলেরমোড়, নবীগঞ্জ বড়বাড়ী, ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ, নূরবাগ, রসুলবাগ, নবীগঞ্জ নোয়াদ্দা, কাইতাখালি, বক্তারকান্দী, আমিরাবাদ, ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া, উত্তর লক্ষনখোলা, দক্ষিন লক্ষনখোলা, ২৬নং ওয়ার্ডের সোনাচড়া, রামনগর, ইস্পাহানী ও সব শেষে ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া, মুরাদপুর, চাপাতলীসহ এর আশে পাশের বিভিন্ন পাড়া মহল্লায় পানি সংকট তীব্র আকারে ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গেও সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় ১৯ থেকে ২৭নং ওয়ার্ডে পানির হাহাকার দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার বাসিন্দা রিপন জানান, পানি সংকটের কারনে চরম অসুবিধা মধ্যে দিন কাটাচ্ছে এ ওয়ার্ডের গৃহিণীরা। পানি না থাকার কারনে দৈনন্দিন কাজকর্মে মারাত্মকভাবে বেঘাত সৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভুক্তভোগীরা পানির জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। ২১নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল জানান, ওয়াসা কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে আমরা দীর্ঘ দিন ধরে পানি বঞ্চিত হয়ে পরেছি। ওয়াসা পানি না থাকার কারনে সোনাকান্দা চৌধুরীপাড়া অধিকাংশ এলাকাবাসী মেরিন টেকনোলজি থেকে পানি টেনে বাসা বাড়িতে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ২২নং ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন সিদ্দিকী জানান, বন্দরে পানি সমস্যা দীর্ঘ দিনের। অতিতে পানি সমস্যা সমাধানের জন্য এ ওয়ার্ডে আন্দোলন ও মানববন্ধন হয়েছে ।তার পরও কোন সুফল পায়নি এ ওয়ার্ডবাসী। পানিবিহীন জীবন যাপন চলতে পারে না। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা