
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগরের নাগরিক দুর্ভোগ নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের নেতৃবৃন্দ। গত রবিবার দুপুরে মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে চরম দুর্ভোগের মুখে রয়েছে। নাগরিক জীবনকে নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার লক্ষ্যে যেসকল সমস্যা বিদ্যমান সেগুলো সমাধানের দাবী জানানো হয়। মূল সমস্যা সমূহের মধ্যে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। নগরীর অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ অপ্রতুল ও অনির্ভরযোগ্য। অনেক ক্ষেত্রে সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ থাকায় তা পানযোগ্য নয়। প্রধান সড়ক ও উপ-সড়কসমূহে প্রতিদিন যানজটের কারণে জনগণের সময় ও শ্রমের অপচয় ঘটছে। সরকারি হাসপাতালসমূহে চিকিৎসক ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং সেবার নি¤œমান জনসাধারণের দুর্ভোগ বাড়াচ্ছে। নগরীতে মশার বিস্তার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা জনজীবনকে চরমভাবে ব্যাহত করছে। নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও উপ-সড়কসমূহের বেহাল দশার ফলে চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নগরীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা জননিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান এসকল সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। এ জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, যানজট নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি হাসপাতালসমূহে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন সহ মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও আধুনিকায়ন। নগরীর প্রধান ও উপ-সড়কসমূহ দ্রæত সংস্কার ও মেরামত করতে হবে। ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহন করতে হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯