
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের বিনিয়োগের খবরে দেশের বিভিন্ন প্রান্তে সাড়া জেগেছে, এবং নারায়ণগঞ্জও এর বাইরে নয়। গত কয়েকদিনে বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একযোগে দাবি জানিয়েছেন, চীনের সহায়তায় শহরে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের জন্য। নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলি ও সামাজিক সংগঠনগুলো নারায়নগঞ্জবাসীর সমস্যা নিয়ে তেমন কোন ভ’মিকা পালন না করলেও সাধারণ মানুষ নারায়ণগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতালের জন্য বছরের পর বছর দাবি জানিয়ে আসছে। শত কোটি টাকার পুরাতন আদালত ভবন এলাকায় একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরও বছরের পর বছর ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ভবনটি দিন দিন নষ্ট হয়ে পড়ছে। নারায়ণগঞ্জের কোন সাহপাতালেই হৃদরোগ ইউনিট না থাকায় হৃদরোগে আক্রান্ত রোগীদের ঢাকা নেয়ার পথেই মৃত্যুবরণ করতে হয়। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দাবি অনতিবিলম্বে অব্যহৃত এই ভবনটিকে হৃদরোগ হাসপাতালে রূপান্তর করলে দেশের বৃহত্তম রাজস্ব প্রদানকারী নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরন হবে। তাঁদের মতে, নারায়ণগঞ্জে এমন একটি হাসপাতাল স্থাপন হলে চিকিৎসা খাতের উন্নতি হবে এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এদিকে, দেশজুড়ে চীনের বিনিয়োগে হাসপাতাল স্থাপনের খবরে নারায়ণগঞ্জের বাসিন্দারাও নিজেদের দাবী জানাতে সোচ্চার হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে মানববন্ধন, সভা-সমাবেশের মাধ্যমে শহরের মানুষ তাঁদের চাহিদা প্রকাশ করছেন। তাদের মূল বক্তব্য, “নারায়ণগঞ্জে আধুনিক হাসপাতাল হওয়া খুবই জরুরি।” নারায়ণগঞ্জ শহরের বড় একটি অংশের মানুষ জানিয়েছেন, স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে সেবা পাওয়ার সুযোগ নেই, বিশেষত উন্নত চিকিৎসা খরচের কারণে অনেকেই ঢাকা বা অন্য শহরে যাওয়ার জন্য বাধ্য হন। নারায়ণগঞ্জে একটি আধুনিক হাসপাতাল স্থাপন হলে, এখানে বসবাসরত বিশাল জনগণের জন্য স্বাস্থ্যসেবা অনেক সহজ হবে। স্থানীয় বাসিন্দা মো. আল মেহেদী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি আধুনিক হাসপাতালের জন্য অপেক্ষা করছি। এখন চীনের সহায়তায় হাসপাতাল স্থাপন হবে বলে শুনেছি, তাহলে সেটা নারায়ণগঞ্জে কেন নয়?” চীনের সহায়তায় বিভিন্ন অঞ্চলে হাসপাতাল স্থাপনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চীনা মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি) ২০২০ সালেই বাংলাদেশে হাসপাতাল স্থাপন নিয়ে আলোচনা শুরু করেছিল। তবে, এখনও এটি একটি প্রাথমিক পর্যায়ের আলোচনা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেন, এই উদ্যোগটি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে এবং আগামীতে এর বিস্তারিত আলোচনার পরই সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে, নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দও এই দাবিতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি এবং সভায় দাবি জানিয়েছেন, নারায়ণগঞ্জে চীনের অর্থায়নে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হোক। এছাড়া, বিভিন্ন স্থানীয় সংগঠনও সরকারের কাছে এই দাবিটি তুলে ধরছেন এবং মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জ যুব ফেডারেশনের আহŸায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলোর অবস্থা বর্তমানে অনেকটাই সংকটমুখী, বিশেষত সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চাপ থাকে খুবই বেশি। নারায়ণগঞ্জ শহরের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং আরও উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানো প্রয়োজন। নারায়ণগঞ্জের জনগণের জন্য স্বাস্থ্যসেবা যে কোনো সময়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরের চাহিদা যদি রাষ্ট্রীয় এবং চীনের সহায়তায় একটি আধুনিক হাসপাতাল স্থাপনে মেলে, তাহলে এর সুফল শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশই ভোগ করবে। চীনের সরকার বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রথম দিকে সিঙ্গাপুর বা ব্যাংককের সমমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছে। তবে, চীনের আগ্রহ এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো স্থানে হাসপাতাল নির্মাণের মতো কার্যকর পদক্ষেপে রূপ নেয়নি। বিশেষজ্ঞরা জানান, হাসপাতাল স্থাপনের এই ধরনের প্রকল্পে একটি সুসংহত পরিকল্পনা, যথাযথ জমি অধিগ্রহণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯