আজ সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ২৯ শাওয়াল ১৪৪৬ | সকাল ১১:২১

জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের ভূঁইফোড় কমিটি অবৈধ

ডান্ডিবার্তা | ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাউছার এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফর নাহার লতা এক বিবৃতিতে গণমাধ্যমে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক কোন প্রকার অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু স¤প্রতি নারায়ণগঞ্জের কিছু স্থানীয় গণমাধ্যমে ” মহানগর গার্মেন্টস শ্রমিক দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমাদের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি গোচর হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পক্ষ হতে উক্ত গঠিত কমিটিকে অবৈধ ও ভূঁইফোড় কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানতে পারেন যে, মোঃ রায়হান শরীফকে আহবায়ক ও মোঃ রাশেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখা সমন্বয়ক কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ আসলাম ও সদস্য সচিব মোঃ ফারুক। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোন জেলা ও মহানগর শাখার আহবায়ক এবং পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে। কিন্তু দুঃখজনক ব্যাপার প্রাচ্যের ডান্ডি খ্যাত শিল্প নগরী নারায়ণগঞ্জ মহানগরের মত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে অবৈধ ও ভূঁইফোড় আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে অন্য আরও একটি আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। অর্থাৎ একই মহানগরের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অনুমোদন দিয়েছে আরও একটি মহানগর কমিটি। যা দলের সাংগঠনিক আইন ও শিষ্টাচার বহির্ভূত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দ সব সময় দলের পৃষ্ঠপোষক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী রাজনীতি করি। আর এই বিষয়ে নারায়ণগঞ্জসহ সারাদেশের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। আমরা আশাবাদী অনতি বিলম্বে এই অবৈধ কমিটি বিলুপ্ত করে দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষা করা হবে। অন্যথায় দলের বৃহত্তর স্বার্থে দলীয় সংবিধান মোতাবেক আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা