আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৯:৪৩

উত্তাল না’গঞ্জের রাজনৈতিক অঙ্গন

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২২ | ১০:১৩ পূর্বাহ্ণ

আবদুর রহিম

নারায়ণগঞ্জের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের পাশাপাশি, বিএনপি, জাতীয় পার্টির নেতাকর্মীরাও চাঙা রয়েছে। এছাড়া বামদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিক ভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এসব দলের নেতাকর্মীদের কেউ সরকারের পক্ষে আবার কেউ সরকার বিরোধী আন্দোলন করছে। এদিকে, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দলকে সাংগঠনিক ভাবে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জেলা, মহানগর কমিটি ঘোষণা করেছে। দীর্ঘদিন পর কমিটি হওয়ার পর নারায়ণগঞ্জ জাতীয় পার্টি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে  উত্তাপ,উচ্ছ্বাস বিরাজ করছে। সূত্রমতে, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলগুলো নানা কর্মকান্ড করছেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ বিএনপি সরকার বিরোধী আন্দোলন করে রাজপথে সরব রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচিগুলো সফল করতে নেতাকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। পুলিশি ভয়, হামলা, মামলাকে উপেক্ষা করে বারবার রাজপথে নেমে আসছে। সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি দল গঠন, জাতীয় নির্বাচনে অংশ গ্রণের প্রস্তুতি নিচ্ছেন। বসে নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কমিটি গঠনের প্রস্তুতির পাশাপাশি বিরোধী দলগুলো সরকার বিরোধী তৎপররা প্রতিহতেও প্রস্তুতি নিচ্ছেন নেতারা। কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে বার্তা আসলেই কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাজপথে নামবেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া জাতীয় নির্বাচন নিয়েও কাজ শুরু করেছেন নেতাকর্মীরা। আগামীতে জেলার ৫টি আসন নৌকার দখলে রাখতে চাচ্ছেন নেতারা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে দাবিও জানিয়েছেন। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশ থেকে বলছেন আগামীতে জাতীয় পার্টিকে ছাড় দেয়া হবে না, জেলার ৫টি আসনই আওয়ামী লীগের দখলে রাখতে চাচ্ছেন। অন্যদিকে, দীর্ঘদিন পর জাতীয় পার্টি সরব হয়েছে। কমিটি গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জাতীয় পার্টিতে প্রাণ ফিরে এসেছে। জাতীয় পার্টির দায়িত্বশীল একাধিক সূত্রে জানাগেছে,  জেলা, মহানগরের পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলা, থানা কমিটি গঠন করবেন। কমিটি গঠনের মধ্য দিয়ে দলের ত্যাগী, পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। বসে নেই বাম ঘরানার দলগুলো। বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে বাম দলগুলোও। নানা ইসুতে বছর জুড়েই রাজপথে থাকেন বাম দলগুলোর নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা