আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৯:৩৬

জেলা যুবদলে বিশৃঙ্খলা শুরু!

ডান্ডিবার্তা | ১৪ আগস্ট, ২০২২ | ১:২৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলে ধীরে ধীরে নিজের অধিপত্য হারাতে বসেছেন ছাত্রদলে ব্যাপক প্রভাবের সাথে রাজনীতি করা জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। কেন্দ্রে সম্প্রতি খুব গোপনে তার বিরুদ্ধে করা এক নালিশের কারণে পদ হারাতে পারেন রনি। জেলা যুবদলের একাধিক নেতার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। নেতাকর্মীরা জানান, মশিউর রহমান রনি মূলত কেন্দ্রে নিয়মিত যোগাযোগ করেন। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি খুব প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত কারণে কেন্দ্রে দলের যুগ্ম মহাসচিব রিজভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রনি এবং কেন্দ্রে সকল নেতাদের সাথেই নিয়মিত দেখা সাক্ষাত করেন তিনি। তবে সম্প্রতি রনির বিরুদ্ধে কেন্দ্রে গুরুত্বর উঠেছে করেছেন জেলা ও মহানগর বিএনপির একাধিক সিনিয়র নেতা। সেই অভিযোগে সম্মতি দিয়েছেন জেলা ও মহানগর ছাত্রদল, যুবদলসহ একাধিক সংগঠনের নেতারাও। সেই অভিযোগের বিষয়টি এখনো প্রকাশ্যে না এলেও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ তুলে ধরে জানানোর প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন নেতা। জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মহানগর বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা জানেন রনির সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি যোগাযোগ হয়। তারেক রহমান নাকি রনির সাথে নিয়মিত যোগাযোগ করেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও সকল পর্যায়ের সিদ্ধান্ত নেয়ার আগে নাকি রনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ ব্যাপারে অবহিত করেন। বিষয়টি ব্যাপকভাবে ছড়ালে নেতাকর্মীদের মধ্যে ধোয়াশা তৈরী হয়। জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের রেখে একটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার সাথে তিনি যোগাযোগ করে দলীয় সিদ্ধান্ত নেবেন এটি মেনে নিতে পারেননি অনেকে। নেতাকর্মীদের দাবি, রনির এ প্রচার সম্পূর্ণ মিথ্যা। রনি মূলত নেতাকর্মীদের উপর নিজের প্রভাব জারি রাখতে এ ধরনের প্রচার করে সকলকে নিজের আয়ত্তে রাখতে চান। এদিকে সর্বশেষ ১১ আগস্ট ঢাকার সমাবেশে মশিউর রহমান রনির শো-ডাউনে দেখা গেছে হাতেগোনা অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দিতে। সচরাচন নারায়ণগঞ্জে কর্মসূচী হলে জেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকনের নেতাকর্মী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ভর করে কর্মসূচীতে বড় শো-ডাউন করেন তিনি। জানা যায়, জেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকনের রয়েছে বিশাল কর্মী বাহিনী। এরা অন্য সংগঠন নয় তারা সকলেই যুবদল করেন। মশিউর রহমান রনির অনুগত একটি বড় অংশই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। সম্প্রতি ছাত্রদলের কমিটি হবার খবরে ঢাকায় তারা আলাদা শো-ডাউন করেছেন। ফতুল্ল থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলনের ও আড়াইহাজার থানা ছাত্রদলের আহবায়ক জোবায়ের রহমান জিকুর দুটি মিছিল ঢাকায় সমাবেশে আলাদাভাবে যোগ দেয়। এতে করে রনির একটি বড় অংশ এখন চাইলেও তার সাথে কর্মসূচীতে যুবদলের ব্যানারে যেতে পারেনি। রনির ব্যাপারে অভিযোগের সত্যতা জানতে জেলা বিএনপির শীর্ষ সর্বোচ্চ নেতার সাথে কথা হলে তিনি তার বক্তব্য কোড না করতে অনুরোধ করে বলেন, এটা তো রনি বলে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কথা শোনেন। আপনারা দেখেন না সৈনিক লীগের রাজনীতি করে নিহত হওয়া তার বোন জামাইকে সে তারেক রহমানের ঈদ উপহার এনে দেয় প্রতি বছর। বিষয়টি বিভিন্ন কারণে আমরা বিশ্বাস করি এই আর কি। মহানগর বিএনপির নিয়মিত কর্মসূচী পালন করা প্রথম সারির একজন নেতা যিনি আগামী কমিটির জন্য প্রার্থী তিনিও একই ভাবে বক্তব্য দিতে না চেয়ে বলেন, এটা তো নারায়ণগঞ্জের সবাই জানে। রিজভীও তার পকেটের লোক। রনি নিজেই এসব বলে। এটা হোক না না হোক রনি একজন এ্যাকটিভ নেতা। তার নিজস্ব কর্মী বাহিনী আছে এটাও সত্যি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা