ডান্ডিবার্তা রিপোর্ট সরগরম নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। গত দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে গণ দাবি নিয়ে ব্যাপক ভাবে আন্দোলনেও নেমেছে নারায়ষগঞ্জ জেলা মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাছাড়া বিভিন্ন ইউনিটের কমিটিতে পদ পেতে নেতারাও সক্রিয় হয়ে উঠছে। আর এতে করে দীর্ঘ দের যুগ ক্ষমতার বাহিরে থাকা সরকারের প্রধান বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন দাবীতে উজ্জীবিতি হচ্ছে। সেই সাথে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য নিজেদের প্রস্তুত করছে। নারায়ণগঞ্জের ৫ টি আসন থেকে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশি তারাও কোন ভাবে পিছিয়ে নেই। এদিকে দেশে বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ সমস্যা নিয়ে মাসব্যাপী আন্দোলন করে আসছে বিএনপি। সারাদেশে সেইসব কর্মসূচি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিও পালন করেছে। এর মাঝে এসব কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে ভোলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেঁন। তার প্রতিবাদে নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রায় প্রতিদিন বিক্ষোভ মিছিল সভা সমাবেশ পালন করে আসছে। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি মহাসমাবেশ কর্মসূচি পালন করেছে। সেইসব কর্মসূচিগুলোতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে যোগদান করেছেন। একই সঙ্গে যারা আগামীতে নিজ নিজ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী তারাও শোডাউন করে এসব কর্মসূচিগুলো পালন করে আসছেন। অন্যদিকে এক যুগ ধরে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর আরও চাপে পড়ে দলটি। যা প্রতিষ্ঠার পর আগে কখনও এমনটি দেখা যায়নি। তার প্রভাব নারায়ণগঞ্জেও পড়েছে। দলটি এখানে সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলা ও গ্রেফতারে নেতা-কর্মীদের নাজেহাল অবস্থা। তাছাড়া দলটির শীর্ষ দুই কা-ারি- চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশেও পাচ্ছেন না নেতাকর্মীরা। আর এতে করে সঠিক দিক নির্দেশনাও পাচ্ছেন না। সব মিলিয়ে এখন কঠিন সংকটের সম্মুখীন দলটি। এ অবস্থায় বর্তমান সংকট কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে ঘুরে দাঁড়ানোই বিএনপির এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার জন্য ইতোমধ্যে বিএনপি মাঠেও নেমেছে। এদিকে আগামী নির্বাচনে বিএনপি’কে অংশ গ্রহণ করানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। কিন্তু বিএনপি শীর্ষ নেতাদের একটাই কথা তারা এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেন না। তবে নারায়ণগঞ্জ বিএনপির চেহারা ভিন্নরুপ। দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহনের কথা না জানালেও নারায়ণগঞ্জ জেলার বিএনপি মনোয়ন প্রত্যাশীরা ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়ে রাখছেন। আর এজন্য কর্মীদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। সেই সাথে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে কয়েকটি সভা করে নেতা কর্মীদের সক্রিয় করার চেষ্টা করেছেন। পাশা পাশি নেতা মানুষের দাবী আদায়ে নেতা কর্মীদের উজ্জীবিত করছে জেলা শীর্ষ নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির জনপ্রিয়তা থাকার পরও ভুল রাজনীতির কারণে এখনও ‘চোরাগলিতে’ আটকে আছে বিএনপি। দলের ভেতর বিভিন্ন ধরনের সংকটের মধ্যে করোনার ধাক্কায় আরও টালমাটাল দলটি। সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে গিয়ে বার বার ক্ষমতাসীন দলের প্রশাসনের কাছে বাধার মুখে পড়ে। তবে ইদানিং প্রশাসন সহ ক্ষমতাসীন দল তাদের উপর তেমন একটা হামলা মামলা করেন না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ বিএনপি উজ্জীবিত হয়ে উঠছে। এছাড়া দলের ভিতর নেতায় নেতায় কোন্দলতো আছেই। এ থেকে উত্তরণে দলটির সামনে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। আর এজন্য চ্যালেঞ্জ মোকাবিলার পাশা পাশি দল গুছিয়ে নিচ্ছেন নারায়ণগঞ্জ বিএনপি। নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে পুনর্গঠন, সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলে দলকে আরও শক্তিশালী করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বপ্রথম নেতা-কর্মীদের মধ্যে আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে সঠিক ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। দল পুনর্গঠনের ক্ষেত্রে সুবিধাবাদীদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগীদের শীর্ষ নেতৃত্বে আনতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, ‘আমরা মানুষের অধিকারে আন্দোলন করে যাচ্ছি। সেই সাথে সরকারকে হটানোর জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আন্দোলনের মাধ্যমে নেতা কর্মীদের উজ্জীবিত করছি। তাছাড়া সরকারকে হটানোই হলো আমাদের মূল দাবী। এছাড়া দল ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেকে এমপি মন্ত্রী থেকে সুবিধা নিয়েছে কিন্তু তারা এখন মাঠে নেই। আমরা মাঠে থেকে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করছি। সেই সাথে আন্দোলনের মাধ্যমে কর্মীদের জাগ্রত করে তুলছি।’ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, ‘আমরা একদিকে কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সচল রেখেছি। অপর দিকে মানুষের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আর এই দুয়ের মাঝে দলকে সুসংগঠিত করে নেতা কর্মীদের উজ্জীবিত করে তুলছি। তাছাড়া দলকে শক্তিশালী করার জন্য আমাদের সাংগঠনিক কাজ চলমান আছে। ইতোমধ্যে জেলা ৫টি ইউনিটের সম্মেলন সম্পূর্ণ হয়েছে। আর বাকি ৫টি করার জন্য নিদের্শনা দেয়া আছে।’ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়ির সহ সভাপতি এড. সাখওয়াত হোসেন খান বলেন, রাজনীতিকে এই সরকার সংকুচিত করে ফেলেছে। জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্ব নেতৃবৃন্দ তা বুঝতে পারায় তারা বিশ্বরক সহনশীল মনোভাব দেখাতে চাচ্ছে। বিরোধী দলের উপর গুম খুন চালানোর কারণে এই সরকারের আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা আসে। এখনো বিভিন্ন জেলায় হামলা মামলা চলমান রয়েছে। সরকার বুঝতে পেরেছে জনগণের আস্থা তাদের উপর নেই। আমরা দলকে সুসংগঠিত করে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি নেতা কর্মীদের উজ্জীবিত করছি। এই সরকারকে হটানোর জন্য আমাদের আন্দোলন আরও জোরালো হবে। এসরকারকে ক্ষমতাচ্যুত করে ঘরে ফিরবো।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯