আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | রাত ৩:৩৭

মাফিয়া চক্রের কাছে না.গঞ্জবাসী জিম্মি: রফিউর রাব্বি

ডান্ডিবার্তা | ১৪ আগস্ট, ২০২২ | ১:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট‘নারায়ণগঞ্জের মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে’ মন্তব্য করে যাত্রী অধিকার সংরক্ষনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, এই মাফিয়া চক্র হাজার কোটি টাকার পাহাড় গড়ে তুলেছে। এতো সম্পদ বানানোর পরও এখনো তারা লোভটা সামলাতে পারেন না। পরিবহনের চাঁদার কারণে নারায়ণগঞ্জের পরিবহণ মালিকদের সিন্ডিকেট তৈরি করে তারা যাত্রীদের জিম্মি করে রেখেছে যুগের পর যুগ ধরে। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-নারায়ণগঞ্জ রূটে বর্ধিত ভাড়া ও জ্বালানী তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম এ সমাবেশের আয়োজন করে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ¬বী ওয়ার্কার্স পার্টির শহীদুল আলম নান্নু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাসহ প্রমুখ। ‘নারায়ণগঞ্জে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ভাড়া আরও কমবে’ উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে পরিবহন মালিকেরা র‌্যাবকে লিখিত দিয়ে শামীম ওসমান, নাসিম ওসমানকে কত টাকা চাঁদা দেয় সেই কথা জানিয়েছিল। সুযোগ পেলেই নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে লুটপাট করার প্রক্রিয়া আজকের না দীর্ঘদিনের। এক্ষেত্রে প্রশাসন ও সরকার নিরব ভূমিকা পালন করে। রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের বাস মালিকরা জানান, চাদা থেকে তারা মুক্তি পেলে ভাড়া ৪০ টাকার কম নিলেও তাদের লাভ থাকবে। চাদাবাজরা নারায়ণগঞ্জে শুধু যাত্রী নয় বাসমালিকদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আরটিসি’র চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসককে দ্রুত নারায়ণগঞ্জ জেলার সকল রুটের ভাড়া যৌক্তিক ভাবে নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, বিআরটিসি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ার পরেও স্থানীয় পরিবহন সিন্ডিকেটের সাথে আতাত করে তারা ভাড়া নির্ধারণ করে। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া ৪৫ টাকা করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে সে সময়ে দেশে এর দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে সরকার কার্যত জনগণের বিপক্ষে অব¯’ান নিয়েছে। বিপিসি যেখানে জ্বালানি তেলে সাত বছরে ৪৮ হাজার কোটি টাকা মুনাফা করেছে সেখানে চার মাসে ৮ হাজার কোটি টাকা লোকসান দেয়ার অজুহাতে মূল্য বৃদ্ধি অন্যায় ও গণবিরোধি। বক্তব্য শেষে যাত্রী অধিকার সংরক্ষনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাড়া থেকে শুরু হয়ে দুই নাম্বার রেলগেইট ক্রস করে পুনরায় চাষাড়া এস সমাবেশটি সম্পন্ন করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা