ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, আমি প্রায় দুই বছর ৭ মাস ১৫ দিন আপনাদের জেলায় কর্মরত আছি। আমি যখন যোগদান করি তার তিন মাস পর থেকে শুরু হয় করোনা। ওই তিন মাস আমি অনেকগুলো কার্যক্রমে দেখেছি, সে সময় আমাদের লিপি ওসমান প্রতিটি মহল্লায় মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যদ্রব্য প্রদান করেছে। এবং করোনা কালে সময় সবসময় আপনাদের পাশে ছিলেন। আপনাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। গতকাল শনিবার এক সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসেবে এটাই মনে হয় আমার শেষ অনুষ্ঠান আপনাদের সাথে। এবং আমি এই অনুষ্ঠানে আসতে পেরে মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি। আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন এবং যারা অসুস্থ আছেন মহান রাব্বুল আলামিন তাদের শেফা দান করুক। এবং যারা সুস্থ আছেন তারা যেন অসুস্থ না হয় সেই দোয়াই করি রব্বুল আলামীনের কাছে। তিনি আরও বলেন, বিগত সময়ে কাজ করতে গিয়ে যদি আমার কোন ভুলভ্রান্তি হয়ে থাকে সে জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা জানেন দুই মাস ১৫ দিন আগে আমার পদোন্নতি হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছি। হয়তো আমি যে কোন সময় সেখানে যোগদান করবো। আর আপনারা যারা ঢাকা আসবেন। যদি আমার কাছে আমার অফিসে আসেন আমি অবশ্যই অত্যন্ত খুশি হবো। এবং মনে করব আমি যত দিন আপনাদের পাশে ছিলাম, কিছুটা হলেও আপনাদের উপকার করতে পেরেছি। আর সেই জন্য আপনারা আমাকে মনে রেখেছেন। আমি সকলের সুস্থতা কামনা করছি, সেই সাথেই এই আগস্ট মাসে আমাদের সবার প্রাণ প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তিনি যেন দীর্ঘজীবী হয় সেই দোয়া কামনা করছি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯