ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পর আওয়ামীলীগের কয়েকটি সহযোগি সংগঠন বিলুপ্ত করে দেয়ায় সেই সংগঠনের নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। কিন্তু ৮ মাসেও আওয়ামীলীগ বিলুপ্ত হওয়া সহযোগি সংগঠনগুলি সাজাতে পারেনি। আর এজন্য আওয়ামীলীগ অভ্যন্তরিণ যে সংকট রয়েছে তা কাটিয়ে উঠতে পারছে না। সিটি করপোরেশন নির্বাচানকে কেন্দ্র করে জেলার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রধান সহযোগী সংগঠন জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ, জেলা মহানগর শ্রমিকলীগ, মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। প্রায় পনের দিনের ব্যবধানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন গুলোর কমিটি বিলুপ্ত করা হয়। অভিযোগ রয়েছে সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়। আর দীর্ঘ আট মাস যাবৎ কমিটি না হওয়ায় সহযোগী সংগঠন গুলো সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে পড়েছে। এদিকে টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর এই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের অন্যতম প্রধান সহযোগী অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় তেমন একটা শক্তিশালী হতে পারছে না। সেই সাথে পিছিয়ে রয়েছে মহানগরের শ্রমিকলীগ ছাত্রলীগের কার্যক্রম। শক্তিশালি না হওয়ার পিছনে প্রধান কারণ হিসেবে মনে করছেন কমিটি না থাকা। বর্তমানে আট মাস যাবৎ সহযোগী সংগঠন গুলো কমিটিবিহীন হয়ে আছে। আর এতে করে ঝিমিয়ে পরছে দলীয় নেতারা। সেই সাথে নেতৃত্ব সংকটে পরতে যাচ্ছে ক্ষমতাসীন দলের সহযোগী অঙ্গ সংগঠন গুলো। অথচ একটা দলের প্রধান মূল চালিকা শক্তি হচ্ছে সহযোগী সংগঠন। কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামীলীগে তা নেই। কিন্তু কমিটি না থাকলেও নতুন কমিটিতে যারা পদে আসতে চাচ্ছেন তারা তাদের কার্যক্রমের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের সক্রিয় রাখছেন। খোঁজ নিয়ে জানা যায়, বছরের শুরুতে জানুয়ারি মাসের আট তারিখ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তখন মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে ৮ জানুয়ারি সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। তার সপ্তাহ খানিক পর ১৬ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে অদ্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তার পরের দিন ১৭ জানুয়ারি জেলা মহানগর শ্রমিকলীগের কমিটি বিলুপ্ত করা হয়। দলীয় সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগে নতুন কমিটিতে একঝাক নতুন মুখ আসার জন্য মাঠে নেমেছে। সইে ধারাবাহিকতায় তারা নেতা কর্মীদের নিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে আসার জন্য ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহম্মেদ, সোনারগাঁ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, অপর দিকে মহানগরে আসার জন্য দৌরঝাপ করছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, কায়কোবাদ রুবেল, ভিপি জামির হোসেন রনি। এছাড়া মহানগর শ্রমিকলীগের সভাপতি পদে আসার জন্য একঝাক নেতা কর্মী মাঠে। তাকে আহবায়ক করে কমিটি গঠনও করা হয়। সেই সাথে পূর্বের কমিটির দায়িত্ব থাকা নেতারাও পদে আসতে চান। এদিকে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত হওয়ার পর মহানগর ছাত্রলীগের তেমন কোন কার্যক্রম নেই। সেই সাথে ছাত্রলীগের নতুন কমিটিতে কারা আসবে তা নিয়ে চলছে আলোচনা। তবে নারায়ণগঞ্জ জেলা মহানগর ছাত্রলীগ কমিটি নিয়ন্ত্রণ করে জেলার প্রভাবশালি এক সাংসদের পুত্র। নতুন পদে পদ প্রত্যাশী নেতাদের দাবী নারায়ণগঞ্জে কমিটি দিলে তারা এখানকার স্বেচ্ছাসেবকলীগকে আরও শক্তিশালী করতে পারবে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রত্যাশী ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহম্মেদ বলেন, আমি বিএনপির সরকারের আমলে ঢাকা কলেজ ছাত্রলীগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি। তখন থেকে তৃনমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে মিলে কাজ করেছি। দলীয় আন্দোলন সংগ্রামে সব সময় রাস্তায় মিছিল মিটিং করেছি। তাই জেলা স্বেচ্ছাসেবকলীগ শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। তবে কমিটি না থাকলে কর্মীরা উৎসাহ হারিয়ে ফেলে। তাই আমি মনে করে দীর্ঘ দিন কমিটি না থাকলে সেই দল আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে। কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের দাবী তারা যেন দ্রুত নারায়ণগঞ্জে জেলা মহানগরে স্বেচ্ছাসেবকলীগের কমিটি দেন। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জানান, আমার রাজনীতির শুরুর পর থেকে দলের যে পদে দায়িত্ব পেয়েছি তা সততার সাথে দায়িত্ব পালন করেছি। এমনকি বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়ি। তখন নানান হামলা মামলায় জামাত বিএনপির মিথ্যা মামলায় আমি গ্রেফতার হয়ে জেলে যাই। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ আট মাস যাবৎ কমিটিবিহীন থাকায় নেতা কর্মীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯