
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বিএনপির পুনর্গঠন ও দল সাজানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন। ইতোমধ্যে জেলা বিএনপির কমিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সাবেক এমপি আবুল কালামের শারীরিক অসুস্থতা আগামী দিনে শহর কেন্দ্রীক রাজনীতিকে চাঙ্গা করতে মহানগর ও জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকারকে নিয়েও চলছে আলোচনা। তিনি নিজের বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন করলে দল তাকে নিয়ে চিন্তা করবে। সে ক্ষেত্রে মহানগরের সভাপতি ও সদর-বন্দর আসনের প্রার্থীতা নিয়েও আলোচনা হবে। কারণ গত সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র অংশ নিয়ে তিনি জয়ী হতে না পারলেও আওয়ামী লীগের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘাম ঝরাতে সক্ষম হয়েছেন। বিএনপির একটি সূত্র জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিটি গঠনের প্রক্রিয়া করছে হাইকমান্ড। এজন্য আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ তৈরি করা হচ্ছে। সে আলোকেই কমিটি গঠন করা হবে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানান, জেলা বিএনপিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে আহবায়ক করার সম্ভাবনা প্রবল। আসছে নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনেও গিয়াসউদ্দিন ছাড়া আপাতত এমপি নির্বাচনের মত বিকল্প প্রার্থী নাই। এদিকে আসনকেন্দ্রীক পরিকল্পনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে রূপগঞ্জের দিপু ভূইয়া, আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ ও সোনারগাঁয়ের আজহারুল ইসলাম মান্নানের নাম নিয়েও আলোচনা আছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর কমিটি নিয়েও চলছে নানা আলোচনা। এটা সদর-বন্দর তথা শহর ও বন্দর কেন্দ্রীক এলাকা নিয়ে গঠিত। তৈমূর আলম খন্দকার এর আগে মহানগর বিএনপির সভাপতি ছিলেন। পরে তিনি জেলার সাধারণ সম্পাদক থেকে পরে সভাপতি ও সবশেষ আহবায়ক হন। সদর ও বন্দর এলাকাতে তৈমূরের রয়েছে জনপ্রিয়তা তেমনি কর্মীবাহিনী। সবশেষ গত ১৬ জানুয়ারী সিটি করপোরেশন নির্বাচনে তিনি হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগের প্রার্থী মেয়র আইভীকে তিনি বেশ ঘাম ঝরাতে সক্ষম হন। বিষয়টি নিয়ে বেশ আলোচনাও আছে। এবারও আওয়ামী লীগ দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে তৈমূরের জনপ্রিয়তার কথা উচ্চারিত হয়েছে। গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া মেয়র প্রার্থী তৈমূরকে শক্তিশালী প্রার্থী হিসেবে অভিহিত করেছেন। গত ৭ মে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট ১২টি এজেন্ডার বাইরেও নানা ইস্যুতে টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা বৈঠক চলে। সভায় ৬ জন সাংগঠনিক সম্পাদক নিজ নিজ বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ইভিএমে হয়েছে। সেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী ছিল। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এ ভোট নিয়ে কোনো অভিযোগ কেউ করতে পারেনি। কাজেই আমি দেখতে চাই, দেশের মানুষের জন্য এত করলাম, দেশের মানুষ আমাকে কী দেয়? ইভিএমে ভোটে যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে। এজন্য দলীয় নেতাকর্মী এবং এমপিদের এলাকায় যোগাযোগ বাড়াতে হবে। কর্মীবান্ধব হতে হবে।’ এর আগে চলতি বছরের ১৬ জানুয়ায়ী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার মেয়র প্রার্থী হন। দল তাকে প্রথমে ইঙ্গিত দিলেও পরবর্তীতে তাকে নির্বাচনে অংশ নিতে নিষেধ করেন। কিন্তু এই নির্দেশনা না মেনেই তৈমূর নির্বাচনী মাঠে থেকে যান। সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান হয়েছে নারায়ণগঞ্জ শহরজুড়ে। তারপরেও দল এসকল বিষয় গুরুত্ব না দিয়েই নির্বাচন শেষে তৈমূরকে দল থেকে দূরে সরিয়ে দিয়েছে। নির্বাচনের দুইদিন পর অর্থ্যাৎ ১৮ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে বিএনপি থেকে বহিস্কার করা হয়। দলের সূত্র জানান, তৈমূর আলম খন্দকারকে নিজ হতে আবেদন করতে বলা হয়েছে। কিন্তু তিনি সেটায় নারাজ। তিনি চান দল যেন তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেন। তবে ভেতর ভেতর তাকে মহানগরের সভাপতি করারও প্রচেষ্টা চলছে। সে ক্ষেত্রে সেক্রেটারী হিসেবে আসতে পারেন সাবেক ছাত্র নেতা আলোচিত মাসুকুল ইসলাম রাজীব। কারণ তার রয়েছে বিশাল বাহিনী। দল মনে করেন তৈমূর ও রাজীবের নেতৃত্বে কমিটি হলে নারায়ণগঞ্জের চিত্র বদলে যাবে। আন্দোলন সংগ্রামে অগ্রগামী থাকবে। সে ক্ষেত্রে সহ সভাপতি হিসেবে প্রথম নামটি আসতে পারে বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের। তবে তৈমূর আলম খন্দকার রাজী না হলে কমিটি গঠন বিলম্বও হতে পারে। কারণ ইতোমধ্যে সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু ও তার অনুগামীরাও চেষ্টা করছেন। তবে কে আসছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃত্বে তা কমিটি ঘোষণা পরই বুঝা যাবে। তবে এখন সবাই আশাবাদী।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯