ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে ধামগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন কে কুপিয়ে জখম করেছে সফুরউদ্দিন ওরফে সপ্পা মেম্বারের সন্ত্রাসী বাহিনী। গত শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার ধামগড়ে কামতাল সাকিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাওলাদ হোসেন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, সফুরউদ্দিন ওরফে সপ্পা মেম্বারের সন্ত্রাসী বাহিনীর চিহ্নিত সদস্য ধামগড় ইউনিয়নের মালিভিটা এলাকার মৃত রমু সরদারের ছেলে শহিদুল্লাহ, মৃত রফু মিয়ার ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলাম মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, সোহরাফ মিয়ার ছেলে রাজু, জাহাঙ্গীর হোসেনের ছেলে ইয়াছিন, আমির হোসেন, আক্তার হোসেনের ছেলে খায়রুল। আহতরা হলেন-কামতাল এলাকার তাওলাদ হোসেন ও তার স্ত্রী আরজুদা বেগম, ছেলে আলমগীর, বড় ভাই নবীর হোসেন ও আবুল হোসেন, ছোট ভাই জাকির হোসেন ও নাতি আবু সিদ্দিক। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী পরিবাররা জানান, মালিভিটা ঈদগাহ মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহণকারী দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সফুরউদ্দিন ওরফে সপ্পা মেম্বারের সন্ত্রাসী বাহিনী তাদের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ওই সময় হামলাকারিরা তাদের কাছ থেকে নগদ উনচল্লিশ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯